Axis Bank Credit Card Scam (আপনারও Axis ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে)

Utpal

আপনারও Axis ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? সতর্ক হন, OTP নিয়ে চলছে জালিয়াতি

Axis Bank Credit Card Scam: ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক হল অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)। ভারতবর্ষের লাখ লাখ জনসাধারণের অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাঙ্কে। ব্যাংক জালিয়াতের কারণে চিন্তিত গোটা বিশ্ব, সেখানে অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা গ্রাহক দের আরও একটু সতর্ক হওয়ার নির্দেশ দিচ্ছে ব্যাঙ্কিং সংস্থাটি। কারণ, Axis Bank Credit Card Scam বা অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডের ওটিপি নিয়ে জালিয়াতি চলছে চারিদিকে। ক্রেডিট কার্ড ব্যবহার করে বেকায়দায় পড়ছেন বহু অ্যাক্সিস ব্যাংকের গ্রাহক। তাই ব্যাংকের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে সমস্ত গ্রাহকদের।

- Advertisement -

স্ক্যামারদের ফাঁদ পাতা রয়েছে সর্বত্র। মুহূর্তের ভুলে খালি হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট। ইদানিং বহু মানুষ ক্রেডিট কার্ডের ব্যবহার করেন। স্ক্যামাররা সেই ক্রেডিট কার্ডকেই এবার টার্গেট বানিয়েছে। গ্রাহকরা অভিযোগ তুলছেন, ক্রেডিট কার্ড ব্যবহার করে বেকায়দায় পড়েছেন তিনি। তাঁর ক্রেডিট কার্ডটি ব্যবহার করা হয়েছিল কানাডার ইটসে একটি প্রতারণামূলক লেনদেনে। তিনি অভিযোগ তুলেছেন, এই লেনদেনের সঙ্গে তিনি জড়িত নন। অর্থাৎ ভুয়ো ভাবে বা প্রতারণা করে তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছে স্ক্যামাররা। ঠিক একই রকম অভিযোগ তুলেছেন আরও অনেক গ্রাহক।

❖  Related Articles
Axis Bank Credit Card Scam

কাজটি ঠিক কিভাবে ঘটছে?

বিশেষজ্ঞদের মত, অনেক সময় গ্রাহক পেট্রোল পাম্প, রেস্তোরায় ক্রেডিট কার্ড সোয়াইপ করে লেনদেন করেন। ঠিক এখান থেকেই ক্রেডিট কার্ডের নম্বরগুলি বার করছে প্রতারকেরা। ক্রেডিট কার্ডে নম্বরগুলি পাওয়ার পর তারা সেগুলির মেয়াদ শেষ হয়ে যাওয়ার তারিখ খুঁজে বের করে। এক্ষেত্রে স্ক্যামাররা যেটা করছে, দেশে পেমেন্ট না করে বিদেশি লেনদেন করছে। এর ফলে এসএমএস বা সিভিভি নম্বরের মাধ্যমে ওটিপি প্রয়োগ করতে হয়নি। যার কারণে আরও সহজ হয়েছে প্রতারণার জাল পাতা।

- Advertisement -

Axis ব্যাংকে তরফে কী জানানো হয়েছে?

ইতিমধ্যে গোটা বিষয়টি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) কে জানানো হয়েছে বলে খবর। তাছাড়া ব্যাংকের তরফে অডিটের পর্যায়ে একটি তদন্ত চলছে। গোটা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য গ্রাহকদের সতর্ক করছে ব্যাংক। পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, যে কার্ডগুলি নিয়ে অভিযোগ উঠছে, সেগুলি বদল করা হবে এবং গ্রাহকরা আর্থিক প্রতারণার শিকার হলে টাকা ব্যাংকের তরফে ফেরত দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন » জুলাই থেকে চালু হতে চলেছে সিম কার্ড নিয়ে নতুন নিয়ম! আরও বেশি সুবিধা পাবেন ইউজার।

অ্যাক্সিস ব্যাংকের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, ব্যাংকে সার্ভার থেকে কোনো তথ্য ফাঁস হয়নি। তা সত্য ঘটনাটিকে তাৎপর্যপূর্ণ বলেই মান্যতা দেওয়া ব্যাংকের তরফে। গ্রাহকদের নির্দেশ দেওয়া হচ্ছে, তারা যেন সচেতনতার সঙ্গে এবং সতর্ক হয়ে চলেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment