WB Govt Job 2024 – রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার পদে নিয়োগ, কারা আবেদন করতে পারবে?

WB Govt Job 2024: আপনি কি ভালো একটি চাকরির খোঁজ করছেন? যদি হ্যাঁ হয়, তাহলে এই চাকরির খবরটি আপনার জন্য। রাজ্যে কন্যাশ্রী প্রকল্পের আওতায় ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন জানাতে পারবেন। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগের সমস্ত কিছু তথ্য উল্লেখ করা হয়েছে।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
Advertisement No.333/Kanya/N24P
নিয়োগকারী সংস্থাOffice of the District Magistrate, North 24 Parganas, Barasat
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ১৬ এপ্রিল, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwww.north24parganas.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

WB Govt Job 2024

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Data Manager পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –

  • আবেদনকারী প্রার্থীদের ভারতীয় নাগরিক এবং উত্তর ২৪ পরগনা জেলার উক্ত ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • যেকোনো শাখায় গ্র্যাজুয়েট পাশ হতে হবে।
  • কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
  • টাইপিং স্পীড হতে হবে ৩০ টি শব্দ প্রতি মিনিটে।

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ৩৭ বছর।
  • বয়স হিসেব করতে হবে ০১-০১-২০২৪ তারিখ অনুযায়ী।
  • সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন –

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীকে প্রতিমাসে ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

কর্মস্থল

Barrackpore-I Block Under North 24 Parganas District.

নির্বাচন পদ্ধতি (Selection Process)

  • লিখিত পরীক্ষা (৪০ নম্বর)।
  • কম্পিউটার টেস্ট (৫০ নম্বর)।
  • ইন্টারভিউ (১০ নম্বর)।
WB Govt Job 2024

আবেদন মূল্য (Application Fees)

এখানে আবেদন করার জন্য কোনো আবেদন ফি লাগবে না।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।

  1. প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে হবে।
  2. এরপর ONLINE APPLICATION FORM এই লিংকে ক্লিক করতে হবে।
  3. এরপর নতুন পেজে আবেদন ফর্ম খুলে যাবে।
  4. সেটি সঠিকভাবে পূরণ করতে হবে।
  5. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে।
  6. এরপর ক্যাপচা কোড পূরণ করে Submit এ ক্লিক করতে হবে।
  7. এরপর রেজিস্ট্রেশন নম্বর পাবেন, সেটি দিয়ে ACKNOWLEDGEMENT SLIP প্রিন্ট আউট বের করে ভবিষ্যতের রেফারেন্সের জন্য নিজের কাছে রাখুন।

দরকারি নথিপত্র (Required Documents)

WB Govt Job 2024 এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • পরিচয়পত্র,
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট,
  • বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি,
  • পাসপোর্ট সাইজের ফটো (স্ক্যান করা),
  • সিগনেচার (স্ক্যান করা)।

নতুন চাকরির খবর » ভারতীয় রেলে ৯১৪৪ শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৭-০৩-২০২৪
আবেদন শুরু০৭-০৩-২০২৪
আবেদন শেষ১৬-০৪-২০২৪

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.north24parganas.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

Comments are closed.