RRB Technician Recruitment 2024

Akash Kumar

ভারতীয় রেলে ৯১৪৪ শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন | RRB Technician Recruitment 2024

RRB Technician Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) -এর তরফে ৯১৪৪ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা সবাই এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।

- Advertisement -

আগ্রহী প্রার্থীদের এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশে আবেদন করা হচ্ছে যে, এখানে আবেদন করার পূর্বে এই আর্টিকেলটিকে বিস্তারিতভাবে পড়ুন। যাতে করে, সঠিক ও নির্ভুল আবেদন করা যায়। কারণ, আবেদন করার সময় কোন ভুল ত্রুটি হলে, সঙ্গে সঙ্গে আবেদন পত্রটি বাতিল হয়ে যাবে।

Advertisement No.CEN 02/2024
নিয়োগকারী সংস্থাRailway Recruitment Board (RRB)
পদের নামVarious
মোট শূন্যপদের সংখ্যা৯১৪৪ টি
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ৮ এপ্রিল, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwww.indianrailways.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

RRB Technician Recruitment 2024

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

RRB এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Technician Grade I এবং Technician Grade III পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৯১৪৪ টি শূন্যপদ রয়েছে।

- Advertisement -
পদের নামশূন্যপদ
Technician Grade I Signal১০৯২ টি
Technician Grade III (Blacksmith / Bridge / Carriage and Wagon / Crane Driver / Diesel Electrical / Diesel Mechanical / Electrical / Electrical / TRS / EMU / Fitter / Permanent Way / Refrigeration and AC / Riveter / S&T / Track Machine / Turner / Welder)৮০৫২ টি

শিক্ষাগত যোগ্যতা –

১) Technician Grade I :-

এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Physics / Electronics / Computer Science / Information Technology/ Instrumentation এ বিজ্ঞান বিভাগে ব্যাচেলর ডিগ্রি পাস করে থাকতে হবে।

অথবা, Physics/ Electronics/ Computer Science/Information Technology/ Instrumentation এর যেকোন শাখায় B.Sc পাশ করে থাকতে হবে।

অথবা, উপরের বেসিক স্ট্রিমে Engineering নিয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। 

২) Technician Grade III :-

- Advertisement -

এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস হতে হবে।

অথবা, মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপে কোর্স সম্পূর্ন করে থাকলে আবেদন করতে পারবেন।

এছাড়া আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন।

বয়সসীমা –

  • Technician Grade I – ১৮ থেকে ৩৬ বছর।
  • Technician Grade III – ১৮ থেকে ৩৩  বছর
  • সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
  • বয়স হিসেব করতে হবে ০১-০৭-২০২৪ তারিখ অনুযায়ী।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন
❖  Related Articles

নির্বাচন পদ্ধতি (Selection Process)

  • Computer Based Test (CBT)
  • Document Verification (DV)
  • Medical Examination (ME)

আবেদন মূল্য (Application Fees)

SC/ ST/ Ex-Servicemen/ PH/ Female / Transgender/ Economically Backward Class (EBC) প্রার্থীদের ২৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। তবে Computer Based Test (CBT) -তে উপস্থিত হলে ২৫০/- টাকা রিফান্ড পাবেন।

General/OBC/ EWS বাকি সমস্ত প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। তবে Computer Based Test (CBT) -তে উপস্থিত হলে ৪০০/- টাকা রিফান্ড পাবেন।

আবেদন ফি জমা করা যাবে অনলাইনের মাধ্যমে। 

আবেদন প্রক্রিয়া (Apply Process)

  • আবেদন করার জন্য প্রথমে www.rrbapply.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর Apply তে ক্লিক করে Create An Account এ ক্লিক করতে হবে।
  • তারপর নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • আবেদন ফি জমা করতে হবে।
  • সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৮-০৩-২০২৪
আবেদন শুরু০৯-০৩-২০২৪
আবেদন শেষ০৮-০৪-২০২৪
আবেদন ফি জমা দেওয়ার শেষ০৮-০৪-২০২৪
আবেদন সংশোধন৯ থেকে ১৮ এপ্রিল, ২০১৪

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.indianrailways.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment