Skipper Limited Recruitment 2024 – রাজ্যে স্কিপার লিমিটেড কোম্পানিতে চাকরির সুযোগ, আজই অনলাইনে আবেদনের শেষ দিন, শীগ্রই আবেদন করুন

স্কিপার লিমিটেড উলুবেড়িয়া ইউনিটে ITI পাশ প্রার্থীদের জন্য চাকরির সুবর্ন সুযোগ। ILLAMBAZAR GOVERNMENT ITI এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এই নিয়োগের বিস্তারিত জেনে নিন।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
নিয়োগকারী প্রতিষ্ঠানILLAMBAZAR GOVERNMENT ITI
কোম্পানির নামSkipper Limited
আবেদন মাধ্যমঅনলাইনে ইন্টারভিউ
ইন্টারভিউ তারিখ১২ জানুয়ারি, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটillambazargovernmentiti.com
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Skipper Limited Recruitment 2024

যোগ্যতা ও সুবিধা –

শিক্ষাগত যোগ্যতা: Fitter, Welder এবং Grinder Trade এ ITI পাশ প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বসবাস ও খাবার: ব্যাচেলরদের থাকার ব্যবস্থা রয়েছে এবং ডিউটি টাইমে একবারের খবর বিনামূল্যে দেওয়া হবে।

চাকরির স্থান –

Skipper Limited (Uluberia Unit – Howrah, West Bengal)

মাসিক স্টাইপেন্ড –

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১১,৫০০/- টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

অনলাইনে আবেদন করার পর অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে আবেদনকারী প্রার্থীদের।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের নীচে দেওয়া লিংকে ক্লিক করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে আজ অর্থাৎ ১১ জানুয়ারি, ২০২৪ তারিখ পর্যন্ত। এবং ইন্টারভিউ নেওয়া হবে ১২ জানুয়ারি ২০২৪ তারিখে।

ইন্টারভিউয়ের তারিখ ও সময়

১২ জানুয়ারি, ২০২৪ শুক্রবার সকাল ১১ টার সময় অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে আবেদনকারী প্রার্থীদের। ইন্টারভিউ লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।

দরকারি নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • আধার কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি

নতুন চাকরির খবর » জানুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, এক নজরে দেখে নিন

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

Last date of registration11-01-2024
Interview Date & Time12-01-2024, 11:00AM

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📝 আবেদন লিঙ্কApply Now
✅ ইন্টারভিউ লিংকClick Here
🌐 অফিসিয়াল ওয়েবসাইটillambazargovernmentiti.com
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।