AIASL Recruitment 2023

INB GURU

AIASL Recruitment 2023 – কোনো লিখিত পরীক্ষা ছাড়াই এয়ার ইন্ডিয়াতে ৩২৩ টি শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের সুখবর! আপনি কি নূন্যতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো একটি চাকরির খোঁজে রয়েছেন? দীর্ঘদিন যাবৎ ভালো কোনো চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এবার ভারতের সুপরিচিত একটি বিমান পরিবহন সংস্থা AI AIRPORT SERVICES LIMITED এর তরফে কয়েকশো শূন্যপদে কর্মী নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে Cochin and Calicut International Airport এ। এই নিয়োগের বিশেষ বিশেষত্ব হলো, এখানে আপনারা নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আরো বিস্তারিত খুঁটিনাটি জেনে নিতে আজকের এই প্রতিবেদনে।

- Advertisement -
Advertisement No.AIASL/HRD-SR/MAA/23-09/02
নিয়োগকারী সংস্থাAI AIRPORT SERVICES LIMITED
পদের নামবিভিন্ন পদ
মোট শূন্যপদ৩২৩ টি
আবেদন মাধ্যমইন্টারভিউ
ইন্টারভিউর তারিখ১৭, ১৮, ১৯ অক্টোবর
অফিসিয়াল ওয়েবসাইটwww.aiasl.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

AIASL Recruitment 2023

১) পদের নাম –

  • Handyman/ Handywomen

শূন্যপদের সংখ্যা –

এই পদে মোট ২৭৯ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে। সেইসঙ্গে ইংরেজি ভাষা পড়তে ও বুঝতে পারতে হবে। এছাড়াও স্থানীয় ভাষা ও হিন্দি ভাষায় কথা বলতে ও বোঝার ক্ষমতা থাকতে হবে।

- Advertisement -

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ২৮ বছর।
  • সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
  • বয়স হিসেব করতে হবে তারিখ ০১.১০.২০২৩ অনুযায়ী।

বেতন –

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ১৭,৮৫০/- টাকা বেতন দেওয়া হবে।

নতুন চাকরির খবরঃ জেলায় শিশু সুরক্ষা দপ্তরে তিন ধরনের পদে কর্মী নিয়োগ

২ ও ৩) পদের নাম –

  • Utility Agent Cum Ramp Driver
  • Ramp Service Executive

শূন্যপদের সংখ্যা –

এই দুই পদে মোট ৩৯ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –

Utility Agent Cum Ramp Driver:- এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে। সেইসঙ্গে প্রার্থীদের বৈধ Heavy Motor Vehicle (HMV) Driving Licence থাকতে হবে।

Ramp Service Executive:- এই পদে আবেদনের জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Mechanical/ Electrical/ Production/ Electronics/ Automobile বিষয়ে ৩ বছরের Diploma কোর্স করে থাকতে হবে।

- Advertisement -

অথবা,

Motor Vehicle Auto Electrical/ Air Conditioning/ Diesel Mechanic/ Bench Fitter/ Welder এ ITI কোর্স করে থাকতে হবে।

সেইসঙ্গে প্রার্থীদের বৈধ Heavy Motor Vehicle (HMV) Driving Licence থাকতে হবে।

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ২৮ বছর।
  • সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
  • বয়স হিসেব করতে হবে তারিখ ০১.১০.২০২৩ অনুযায়ী।

বেতন –

  • Utility Agent Cum Ramp Driver পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ২০,১৩০/- টাকা বেতন দেওয়া হবে।
  • Ramp Service Executive পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ২৩,৬৪০/- টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ কলকাতা পুলিশে অষ্টম শ্রেণী পাশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি

AIASL Recruitment 2023

৪) পদের নাম –

  • Junior Officer Technical

শূন্যপদের সংখ্যা –

এই পদে মোট ৫ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের Engineering in Mechanical/ Automobile/ Production/ Electrical/ Electrical & Electronics/ Electronics & Communication Engineering বিষয়ে পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি পাস হতে হবে। সেইসঙ্গে প্রার্থীদের বৈধ Heavy Motor Vehicle (HMV) Driving Licence থাকতে হবে।

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ২৮ বছর।
  • সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
  • বয়স হিসেব করতে হবে তারিখ ০১.১০.২০২৩ অনুযায়ী।

বেতন –

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ২৮,২০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

  • ইচ্ছুক প্রার্থীদের এখানে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই।
  • নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে।
  • নোটিশের মধ্যে থাকা আবেদনপত্র প্রিন্ট আউট বের করে নিজের যাবতীয় তথ্য পূরণ করতে হবে।
  • পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কপি সংযুক্ত করতে হবে।
  • তারপর ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউর নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউয়ের স্থান

Sri Jagannath Auditorium, Near Vengoor Durga Devi Temple, Vengoor, Angamaly, Ernakulam, Kerala, Pin – 683572. [ on the Main Central Road ( M C Road ), 1.5 Km away from Angamaly towards Kalady ]

ইন্টারভিউয়ের তারিখ ও সময়

Handyman / Handywomen – আগামী ১৮ ও ১৯ অক্টোবর, সকাল ৯ টা থেকে ১২ টা।

Junior Officer-Technical ও Ramp Service Executive /Utility Agent Cum Ramp Driver – আগামী ১৭ অক্টোবর, সকাল ৯ টা থেকে ১২ টা।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

  • Personal/ Virtual Interview
  • Physical Endurance Test (for Handyman/ Handywomen)
  • Driving Test (For Utility Agent Cum Ramp Driver / Ramp Service Executive)

আবেদন মূল্য (Application Fees)

শুধুমাত্র General/ OBC/ EWS প্রার্থীদের ৫০০/- আবেদন ফি দিতে হবে এবং SC/ ST/ Ex-servicemen প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।

আবেদন ফি “AI AIRPORT SERVICES LIMITED” Mumbai এর উদ্দেশ্যে ডিমান্ড ড্রাফট এর মাধ্যেমে জমা করতে হবে।

*মনে রাখবেন, ডিমান্ড ড্রাফ্ট -এর উল্টো পাশে নিজেদের পুরো নাম ও মোবাইল নম্বর লিখে দিতে হবে।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.aiasl.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment