Ration card aadhaar link online

INB GURU

বাড়িতে বসে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিন। রইলো বিস্তারিত পদ্ধতি

Ration Card Aadhaar Link: পশ্চিমবঙ্গের নাগরিকদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের পাশাপাশি রেশন কার্ডও একটি গুরুত্বপূর্ন নথি। রেশন কার্ড শুধু রেশন তোলার জন্য প্রয়োজন হয় তা নয়, আরও অন্যান্য কাজেও রেশন কার্ডের প্রয়োজন হয়। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের রেশন কার্ডধারীদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক (Ration Card Aadhaar Link) করা বাধ্যতামূলক করেছে। তাই আপনি অনলাইন এবং অফলাইন মাধ্যমে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। আমরা এই প্রতিবেদনে কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। চলুন তাহলে জেনে নেওয়া যাক…

- Advertisement -

আপনাকে বলে রাখি যে, আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, তবেই আপনি OTP ভেরিফাই করে লিঙ্ক করতে পারবেন।

কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন?

নিচের স্টেপগুলো ফলো করে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংকের পাশাপাশি মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন।

- Advertisement -
  1. Ration Card Aadhaar Link করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ -এর হোম পেজে আসতে হবে,
  2. এরপর আপনাকে RATION CARD অপশনে ক্লিক করতে হবে,
  3. ক্লিক করার পর নিচের দিকে থাকা Link Aadhaar and Mobile No. with Ration Card অপশনে ক্লিক করতে হবে,
  4. ক্লিক করার পর নতুন একটি পেজ খুলে আসবে,
  5. এরপর এখানে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং আপনার রেশন কার্ডের নম্বর সঠিকভাবে লিখে Search বোতামে ক্লিক করতে হবে,
  6. এরপর আপনার রেশন কার্ডের তথ্য দেখতে পাবেন এবং এর পাশাপাশি দেখতে পাবেন আধার কার্ড নম্বর লিঙ্ক আছে কিনা, যদি লিঙ্ক না থাকে নিচের স্টেপস ফলো করতে হবে,
  7. এরপর Link Aadhaar and mobile number অপশনে ক্লিক করতে হবে,
  8. এরপর আপনার আধার কার্ডের নম্বর লিখে Send OTP অপশনে ক্লিক করতে হবে,
  9. আপনার মোবাইল OTP আসবে সেটি সঠিকভাবে লিখে Submit বোতামে ক্লিক করতে হবে,
  10. এরপর আপনার সামনে আপনার আধার কার্ডের তথ্য চলে আসবে, এরপর Verify and Submit বোতামে ক্লিক করতে হবে,
  11. এরপর আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কি মোবাইল নম্বর লিঙ্ক বা পরিবর্তন করতে চান, যদি হ্যাঁ হয় তবে Yes অপশনে ক্লিক করে মোবাইল নম্বর লিখে Send OTP বোতামে ক্লিক করতে হবে,
  12. সবশেষে, OTP লিখে Verify and Submit বোতামে ক্লিক করতে হবে,
  13. সাবমিট করলেই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে।

আরও পড়ুন – Biswabina Scholarship 2023 – মেধাবীদের জন্য বিশ্ববীণা স্কলারশিপ, আবেদন করলে পাবেন ১৫০০০ টাকা

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment