AIIMS এ গ্রুপ – B ও C পদে ৭৭৫ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি অনলাইনে আবেদন করুন

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (AIIMS) হাসপাতালে ৭৭৫ টি শূন্যপদে ৭২ ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওড়িশার ভুবনেশ্বর AIIMS এ গ্রুপ বি এবং গ্রপ সি পদে নিয়োগ করা হবে। ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে পুরুষ ও মহিলা উভয়ই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিস্তারিত বিবরণ নীচে দেওয়া হলো।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
Advertisement No.AIIMS.BBSR/RECT/2023/990/B&C/1583
নিয়োগকারী সংস্থাAIIMS, Bhubaneswar
মোট শূন্যপদের সংখ্যা৭৭৫ টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ৩০ জুলাই, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটaiimsbhubaneswar.nic.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

AIIMS Bhubaneswar group B Group C Recruitment Notification 2023

পদের নাম –

এখানে মোট ৭২ ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে Assistant Administrative Officer, Assistant Engineer, Chief Officer, Store Keeper, Cashier, Coding Clerk, Public Health Nurse, Data Entry Operator, Electrician, Gas Mechanic, Junior Administrative Assistant ইত্যাদি বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।

শূন্যপদের সংখ্যা –

এখানে সব মিলিয়ে মোট ৭৭৫ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ৭২ ধরনের পদ রয়েছে। প্রতিটি পদের জন্য ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ুন।

বয়সসীমা –

এখানে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে নূন্যতম ১৮ থেকে সর্বাধিক ৪৫ বছর বয়সের মধ্যে আবেদনকারীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। কোন পদে পদে কত বয়সসীমা রাখা হয়েছে তা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বেতন –

এখানে পদ অনুযায়ী বিভিন্ন পে স্কেল রয়েছে। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী নূন্যতম লেভেল- ১ থেকে সর্বোচ্চ লেভেল- ৮ হারে পদ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

নতুন চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মখালি! ইন্টারভিউয়ে পাশ করলে মিলবে চাকরি, কোন পদে নিয়োগ?

আবেদন প্রক্রিয়া (Apply Process)

আগ্রহী প্রার্থীদের এখানে আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য AIIMS ভুবনেশ্বরের অফিসিয়াল ওয়েবসাইট aiimsbhubaneswar.nic.in এ যেতে হবে। এরপর অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট করতে হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

কম্পিউটার বেসড টেস্ট (CBT) এবং স্কিল টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে। টেস্টের সিলেবাস পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

আবেদন মূল্য (Application Fees)

কোন ক্যাটাগরি প্রার্থীদের কত টাকা আবেদন মূল্য দিতে হবে দেখে নিন –

  • General/ OBC – ৩,০০০/- টাকা।
  • SC/ ST/ EWS – ২,৪০০/- টাকা।
  • PWD – কোনো আবেদন মূল্য দিতে হবে না।

অনলাইন আবেদন করার সময় অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিশDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটaiimsbhubaneswar.nic.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔥 রাজ্যের IIT খড়গপুরে নন-টিচিং স্টাফ নিয়োগ! মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

🔥 রাজ্যের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে কর্মী নিয়োগ, কোন পদে নিয়োগ?

🔥 IISC বেঙ্গালুরুতে কাজের সুযোগ, আবেদন চলবে আগামী 23 জুলাই পর্যন্ত

🔥 রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, তাড়াতাড়ি করুন আবেদন

🔥 শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনলাইন আবেদন, কারা পাবে এই বৃত্তি?

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।