Kolkata Medical Officer Recruitment 2023

INB GURU

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মখালি! ইন্টারভিউয়ে পাশ করলে মিলবে চাকরি, কোন পদে নিয়োগ?

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলার সকল যোগ্য প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিস্তারিত বিবরণ নীচে দেওয়া হলো।

- Advertisement -
Advertisement No.04/Kolkata City NUHM Society/ 2023-24
নিয়োগকারী সংস্থাThe Kolkata City NUHM Society
আবেদন মাধ্যমঅফলাইন ইন্টারভিউ
ইন্টারভিউর তারিখ৪ আগস্ট, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.kmcgov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Kolkata City NUHM Society Medical Officer Recruitment 2023

পদের নাম –

এখানে Medical Officer (Part time) পদে নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা –

এই পদে সব মিলিয়ে মোট ৫৯ টি শূন্যপদ রয়েছে।

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা –

MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS সহ নূন্যতম এক বছরের ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকতে হবে। তবেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা –

  • সর্বোচ্চ বয়সসীমা – ৬৭ বছরের মধ্যে।
  • বয়স হিসেব করতে হবে ০১.০৮.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন –

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ২৪,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

নতুন চাকরির খবরঃ AIIMS এ গ্রুপ – B ও C পদে ৭৭৫ টি শূন্যপদে নিয়োগ

আবেদন প্রক্রিয়া (Apply Process)

আগ্রহী প্রার্থীদের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.kmcgov.in এ গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে অথবা এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে পারেন। এরপর ডাউনলোড করা আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিয়ে যাবতীয় তথ্য পূরণ করে নিজের সাম্প্রতিক বায়োডাটা, যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য নথিপত্রের অরিজিনাল এবং জেরক্স কপি সঙ্গে করে নিয়ে ৪ আগস্ট, ২০২৩ তারিখে ইন্টারভিউর ঠিকানায় উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর ঠিকানা

Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N. Banerjee Road, Kolkata - 700013

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো –

- Advertisement -
  • পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড বা পাসপোর্ট।
  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট।
  • বসবাসের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউর তারিখ ও সময় (Interview & Reporting Time)

ইন্টারভিউ হবে আগামী ৪ আগস্ট, ২০২৩ তারিখ সকাল ১১.৩০ টা থেকে ১২.৩০ টা পর্যন্ত।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিশ + ফর্মDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.kmcgov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔥 রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, তাড়াতাড়ি করুন আবেদন

🔥 কলকাতায় অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পাশে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১৬ হাজার টাকা

🔥 পশ্চিমবঙ্গের SC, ST, OBC প্রার্থীদের কর্মসংস্থানের জন্য বিনামূল্যে ট্রেনিং, নিজের জেলায় ট্রেনিং নিতে আবেদন করুন

🔥 রাজ্যের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে কর্মী নিয়োগ, কোন পদে নিয়োগ?

🔥 মাত্র ১০ মিনিটে, সম্পূর্ন বিনামূল্যে বানিয়ে নিন PAN কার্ড, নম্বর পাবেন সঙ্গে সঙ্গে

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment