Rs 2000 Note

INB GURU

Rs 2000 Note – ২০০০ টাকার নোট নিয়ে আরবিআইয়ের বড়ো ঘোষণা! জানুন বিস্তারিত

Rs 2000 Note: গোটা এক বছর হতে চলল লেনদেন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে ২০০০ টাকার নোটের। বাজার থেকে নোট তুলে নেওয়া হলেও ১০০ শতাংশ নোট এখনো ফেরেনি ব্যাঙ্কে। বিভিন্ন রাজ্যে রিজার্ভ ব্যাঙ্কের হেড অফিসগুলিতে এখনো চলেছে  ২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া। বহু মানুষ আজও লাইন দিয়ে ২০০০ টাকার নোট বদল করে চলেছেন। এবার রিজার্ভ ব্যাঙ্ক এই এই ২০০০ টাকার নোট সংক্রান্ত একটি বড় ঘোষণা করলো। আগামী মাসের গোড়ায় বন্ধ থাকবে ২০০০ টাকার নোটোর বদলের প্রক্রিয়া।

- Advertisement -

দেশের ১৯টি শহরে এখনো ২০০০ টাকার নোট জমা নেওয়া হয়, তবে আরবিআইয়ের সব শাখাতেই চলতি বছরের ১লা এপ্রিল ২০০০ টাকার নোট জমা নেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকবে। মূলত ওই দিন ব্যাঙ্কের বার্ষিক হিসাবের জন্যই  গ্রাহক পরিষেবা সংক্রান্ত সকল কাজকর্ম বন্ধ থাকবে। ফের ২রা এপ্রিল থেকে পুনরায় ২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া চলবে। আরবিআই সূত্রে জানা গেছে যে, গত বছর অর্থাৎ ২০২৩ সালের ১৯শে মে থেকে শুরু হয়েছিল এই ২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া। আর সেইদিন থেকে চলতি বছরের ১লা মার্চ পর্যন্ত ব্যাঙ্কে ফেরৎ এসেছে ২০০০ টাকার নোটের ৯৭.৬২ শতাংশ নোট।

❖  Related Articles

এখনো ২ শতাংশের বেশি নোট ব্যাংকে ফেরেনি। তাইএই নোট বদলের প্রক্রিয়া আজও জারি রেখেছে আরবিআই। উল্লেখ্য, কেন্দ্র সরকার ২০১৮ সালের অক্টোবর মাসে বাজারে নতুন ১০০, ৫০০ ও ২০০০ টাকার নোট আনে, তবে ২০০০ টাকার নোট খুচরো করতে বেশ সমস্যা হয় সাধারণ মানুষের। আর বড়ো কথা হলো এই ২০০০ টাকার নোটের অনেক নকল টাকা বাজারে ছড়িয়ে পড়ে। তাই শেষমেশ গত বছরের ১৯শে মে আরবিআই ২০০০ টাকার নোট অবৈধ ঘোষণা করে বাজার থেকে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করে।

- Advertisement -

প্রথমে সব ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা নেওয়া হয়, আর তারপর কেবল রিজার্ভ ব্যাঙ্কের শাখায় ২০০০ টাকার নোট জমা দিয়ে তার পরিবর্তে অন্য নোট নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এর পরবর্তীকালে সাধারণ ব্যাঙ্ক এবং আরবিআইয়ের সমস্ত শাখায় ২০০০ টাকার নোট জমা নেওয়া বন্ধ হয়ে যায়। তবে, এখন শুধুমাত্র রাজ্যের আরবিআইয়ের প্রধান শাখায় ২০০০ টাকার নোট জমা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন » নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে উঠল নতুন বই! নতুন পাঠ্যক্রম প্রকাশ করল বোর্ড

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment