Forest Department Recruitment 2024

INB GURU

মাধ্যমিক পাশে বন দপ্তরে কর্মী নিয়োগ | Forest Department Recruitment 2024

Forest Department Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। সম্প্রতি উইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (WII) -তে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।

- Advertisement -
Advertisement No.WII/ADM/2024/07
নিয়োগকারী দপ্তরWildlife Institute of India (WII)
পদের নামVarious Posts
মোট শূন্যপদের সংখ্যা৭ টি
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদন শেষ১৪ মার্চ, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwii.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

Forest Department Recruitment 2024 এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Lab Attendant, Driver (Ordinary Grade), Technical Assistant (IT & RS/GIS) পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৭ টি শূন্যপদ রয়েছে।

Forest Department
Forest Department Recruitment 2024

১) পদ – Lab Attendant

শূন্যপদের সংখ্যা – এই পদে মোট ৪ জনকে নিয়োগ করা হবে।

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ হতে হবে।

বয়সসীমা – এই পদে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করা হবে ১৪-০৩-২০২৪ তারিখ অনুযায়ী। বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন – এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের পে ম্যাট্রিক্স লেভেল ১ অনুযায়ী বেতন দেওয়া হবে।

২) পদ – Driver (Ordinary Grade)

শূন্যপদের সংখ্যা – এই পদে মোট ২ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা ও ভারী যানবাহন চালানোর কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

- Advertisement -

বয়সসীমা – এই পদে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করা হবে ১৪-০৩-২০২৪ তারিখ অনুযায়ী। বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন – এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের পে ম্যাট্রিক্স লেভেল ২ অনুযায়ী বেতন দেওয়া হবে।

৩) পদ – Technical Assistant (IT & RS/GIS)

শূন্যপদের সংখ্যা – এই পদে মোট ১ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc.(CS)/ B.Sc.(IT)/ BCA/ B.Tech.(IT)/ B.Tech.(CS) অথবা Engg./Tech. এ Diploma পাশ হতে হবে।

বয়সসীমা – এই পদে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করা হবে ১৪-০৩-২০২৪ তারিখ অনুযায়ী। বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন – এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের পে ম্যাট্রিক্স লেভেল ৬ অনুযায়ী বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process)

লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fees)

SC/ST/PWD/ Female প্রার্থীদের আবেদন ফি হিসেবে ২০০/- টাকা জমা করতে হবে এবং বাকি সমস্ত প্রার্থীদের আবেদন ফি ৭০০/- টাকা জমা করতে হবে। আবেদন ফি জমা করতে হবে Director, Wildlife Institute of India, Dehradun এর উদ্দ্যেশে ডিমান্ড ড্রাফট করতে হবে।

নতুন চাকরির খবর » ৪৯০ টি শূন্যপদে এয়ারপোর্টে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

আবেদন প্রক্রিয়া (Apply Process)

Forest Department Recruitment 2024 এখানে আবেদন করতে হবে অফলাইনে। প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। তারপর বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করতে হবে। তারপর আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস একত্রিত করে একটি মুখ বন্ধ খামে ভরতে হবে। তারপর খামের উপরে ক্যাপিটাল লেটারে পদের নাম লিখে দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

দরকারি নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • আধার কার্ড/ পাসপোর্ট
  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের সার্টিফিকেট/ মার্কশিট)
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
  • অন্যান্য ডকুমেন্টস

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

আবেদন শেষ১৪-০৩-২০২৪

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwii.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment