Kolkata Police Recruitment 2024

Akash Kumar

মাধ্যমিক পাশে চাকরি, ৩৭৩৪ টি শূন্যপদে কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ, অনলাইনে আবেদন চলছে

Kolkata Police Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) -এর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৩৭৩৪ টি।

- Advertisement -

রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। মহিলা ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এই নিয়োগের অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদন করার পূর্বে এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জেনে নিন আজকের এই প্রতিবেদন।

Advertisement No.
নিয়োগকারী দপ্তরWest Bengal Police Recruitment Board (WBPRB)
পদের নামConstable/ Lady Constable
মোট শূন্যপদের সংখ্যা৩৭৩৪ টি
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ২৯ মার্চ, ২০১৩
অফিসিয়াল ওয়েবসাইটprb.wb.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Kolkata Police Recruitment 2024

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

Kolkata Police Recruitment 2024 এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Constable এবং Lady Constable পদে নিয়োগ করা হবে।

- Advertisement -

এখানে সব মিলিয়ে মোট ৩৭৩৪ টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে পুরুষদের জন্য ৩৪৬৪ টি এবং মহিলাদের জন্য ২৭০ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –

Kolkata Police Recruitment 2024 এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে এর চেয়ে বেশি যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। পাশাপাশি পুরুষ প্রার্থীদের নূন্যতম উচ্চতা ১৬৭ সেমি হতে হবে এবং মহিলাদের নূন্যতম উচ্চতা ১৬০ সেমি হতে হবে। এছাড়াও শারীরিক ভাবে সক্ষম হতে হবে। বাংলা অথবা নেপালি ভাষা জানতে হবে।

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ৩০ বছর।
  • সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত সেনের প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
  • বয়স হিসেব করতে হবে ০১-০১-২০২৪ তারিখ অনুযায়ী।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন
❖  Related Articles

নির্বাচন পদ্ধতি (Selection Process)

  • Preliminary Written Test
  • Physical Measurement Test
  • Physical Efficiency Test
  • Final Written Test
  • Interview

আবেদন মূল্য (Application Fees)

kp constable 2024 application fees
Kolkata Police Recruitment 2024

আবেদন প্রক্রিয়া (Apply Process)

Kolkata Police Recruitment 2024 এই নিয়োগে আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে।

১) পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে wbpolice.gov.in -এ যেতে হবে।

২) এরপর হোমপেজের উপরের দিকে মেনুবারে ‘Recruitment’ ট্যাব আছে। সেখানে ক্লিক করলে আরও একটি ‘Recruitment’ দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে।

- Advertisement -

৩) এরপর একটি নতুন পেজ খুলে আসবে। সেখানে ‘Recruitment to the post of Constables/Lady Constables in Kolkata Police 2024’ রয়েছে। এর পাশে থাকা ‘Get Details’ লিংকে ক্লিক করতে হবে।

৪) এরপর ‘Fill up application form online’ এর পাশে থাকা ‘Get Details’ লিংকে ক্লিক করতে হবে। 

৫) ক্লিক করার পর একটি নতুন পেজ খুলে আসবে। ওই নতুন পেজের বাঁ-দিকে ‘On-Going Recruitment’ এর নীচে থাকা ‘The Post of Constables/Lady Constables in KP 2024’ -তে ক্লিক করতে হবে।

৬) ফের একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে ‘Apply Online’-এ ক্লিক করতে হবে।

৮) একটি নতুন পেজ খুলে যাবে। যদি আপনি নতুন ইউজার হন অর্থাৎ যদি আগে থেকে অ্যাকাউন্ট না থাকে, তাহলে ‘Sign-Up’ এ ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।

৯) রেজিস্ট্রেশন করার সময় নিজের নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর, ইউজারনেম ও পাসওয়ার্ড লিখে Sign-Up বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে একটি ওটিপি যাবে। সেটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে ‘Verify OTP’ -তে ক্লিক করতে হবে।

১০) সফলভাবে রেজিস্ট্রেশন হবার পর ‘Login’ এ ক্লিক করে ইউজারনেম এবং পাসওয়ার্ড বসিয়ে লগইন করতে হবে।

১১) এরপর অনলাইনে আবেদনপত্র খুলে যাবে। আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা তথ্য সহ যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। পরবর্তী ধাপে স্ক্যান করা ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

১২) সবশেষে আবেদন ফি জমা দিয়ে সাবমিট করলে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখুন।

উপরে দেওয়া সমস্ত স্টেপ ফলো করে এই নিয়োগে আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে এই প্রতিবেদনের নীচে আবেদনের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে। যাতে আপনারা খুব সহজে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

দরকারি নথিপত্র (Required Documents)

Kolkata Police Recruitment 2024 এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • পরিচয়পত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • নিজের পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর
  • বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি
  • ইত্যাদি ডকুমেন্টস

নতুন চাকরির খবর » ৪৯০ টি শূন্যপদে এয়ারপোর্টে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৮-০২-২০২৪
আবেদন শুরু০১-০৩-২০২৪
আবেদন শেষ২৯-০৩-২০২৪

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। Kolkata Police Recruitment 2024 অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটprb.wb.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment