Merchant Navy Recruitment 2023

INB GURU

Merchant Navy Recruitment 2023 – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে মার্চেন্ট নেভিতে নিয়োগ, শূন্যপদ 3571 টি

Merchant Navy Recruitment 2023 – চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। সম্প্রতি ইন্ডিয়ান মার্চেন্ট নেভির তরফে 3571 টি শূন্যপদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা ভারতবর্ষের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় শুধুমাত্র পুরুষ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে হবে। এখানে কোন কোন পদে প্রার্থী নেওয়া হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি চাওয়া হয়েছে, নিয়োগ পদ্ধতি সহ আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন। Merchant Navy Recruitment 2023

- Advertisement -

Merchant Navy Recruitment 2023 আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তবে আবেদন করার পূর্বে এই আর্টিকেলটিকে বিস্তারিতভাবে পড়ুন। যাতে করে, সঠিক ও নির্ভুল আবেদন করা যায়। কারণ, আবেদন করার সময় কোন ভুল ত্রুটি হলে, সঙ্গে সঙ্গে আবেদন পত্রটি বাতিল হয়ে যাবে।

Advertisement No.02/SMA
নিয়োগকারী সংস্থাIndian Merchant Navy
পদের নামVarious Posts
মোট শূন্যপদ3571 টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ30 নভেম্বর, 2023
অফিসিয়াল ওয়েবসাইটindianmerchantnavy.com
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Merchant Navy Recruitment 2023

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। যেসমস্ত পদগুলিতে নিয়োগ করা হবে নীচে দেওয়া হলো। এখানে সব মিলিয়ে মোট 3571 টি শূন্যপদ রয়েছে।

- Advertisement -
Post NameVacancy
Deck Rating429
Engine Rating762
Seaman302
Cook1105
Mess Boy657
Electrician316

শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা –

Merchant Navy Eligibility Criteria 2023
Post NameEducational QualificationAge Limit
Deck Rating12th Pass18–25 years
Engine Rating10th Pass18–27 years
Seaman12th Pass18–25 years
Cook10th Pass18–25 years
Mess Boy10th Pass18–25 years
Electrician10th Pass + ITI18–27 years

বেতন –

Merchant Navy Salary 2023
Post NameExpected Salary
Deck RatingRs. 25,000/-
Engine RatingRs. 22,000/-
SeamanRs. 20,000/-
CookRs. 18,000/-
Mess BoyRs. 23,500/-
ElectricianRs. 30,000/-

নির্বাচন পদ্ধতি (Selection Process)

  1. Written Test
  2. Personal round of counseling/registration
  3. Document Verification
  4. Medical Test

লিখিত পরীক্ষার প্যাটার্ন (Written Exam Pattern)

Merchant Navy Exam Pattern 2023
SubjectNumber of QuestionsMaximum MarksDuration
General Awareness25252 Hours (120 Minutes)
Science Knowledge2525
English Knowledge2525
Aptitude & Reasoning2525
Total100100

পরীক্ষার সেন্টার (Exam Centre)

আরও পড়ুন » 2100 টি শূন্যপদে IDBI ব্যাঙ্কে কর্মী নিয়োগ, আবেদন করুন এইভাবে

Merchant Navy Exam Centre 2023
State/UTSExam Centre
Bihar, Uttar Pradesh and Madhya PradeshLucknow, Gorakhpur
Jharkhand, Odisha, West BengalRanchi
Assam, Manipur, Imphal, Arunachal Pradesh, and MeghalayaGuwahati
Delhi, Haryana, Punjab, Rajasthan, UttarakhandLucknow
Chandigarh, Jammu & Kashmir, Himachal PradeshLucknow

আবেদন মূল্য (Application Fees)

এখানে আবেদন করার জন্য আবেদন ফি 100/- টাকা জমা করতে হবে।

Merchant Navy Recruitment 2023
Indian Merchant Navy Recruitment 2023

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • প্রথমে https://sealanemaritime.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর Apply Online অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপর আবেদন ফি জমা দিয়ে সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া গত 20.10.2023 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী 30.11.2023 তারিখ পর্যন্ত

আরও পড়ুন » জাতীয় সড়ক দপ্তরে কর্মী নিয়োগ, কারা আবেদন করতে পারবে? আবেদনের শেষ দিন কবে?

- Advertisement -

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটindianmerchantnavy.com
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment