CRE AIIMS Recruitment 2023

INB GURU

CRE AIIMS Recruitment 2023 – 3036 টি শূন্যপদে AIIMS -এ Group B & C পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন এইভাবে

CRE AIIMS Recruitment 2023 – চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। All India Institute of Medical Sciences (AIIMS) -এর তরফ থেকে ৩০৩৬ টি শূন্যপদে Group – B এবং C পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।

- Advertisement -

CRE AIIMS Recruitment 2023 এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তবে আবেদন করার পূর্বে এই প্রতিবেদনটি বিস্তারিতভাবে পড়ুন। যাতে করে সঠিক ও নির্ভুল আবেদন করা যায়। কারণ, আবেদন করার সময় কোন ভুল ত্রুটি হলে, সঙ্গে সঙ্গে আবেদন পত্রটি বাতিল হয়ে যাবে।

Advertisement No.239/2023
নিয়োগকারী সংস্থাAll India Institute of Medical Sciences (AIIMS)
আবেদন মাধ্যমঅনলাইন
পদের নামVarious Posts
মোট শূন্যপদ৩০৩৬ টি
আবেদন শেষ১ ডিসেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.aiimsexams.ac.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

CRE AIIMS Recruitment 2023

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

AIIMS -এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে বিভিন্ন ধরনের পদে (প্রায় ১০০ ধরনের পদ রয়েছে) নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৩০৩৬ টি শূন্যপদ রয়েছে। যেসমস্ত পদগুলিতে নিয়োগ করা হবে, সেগুলি হলো –

- Advertisement -
CRE AIIMS Recruitment 2023 Post Name – পদের নাম
Assistant Administrative OfficerJunior Administrative Assistant/Lower Divisional Clerk/Jr. Administrative Assistant(LDC)/Lower Division Clerk
Assistant DieticianManifold Technician (Gas Steward)/Gas Keeper
Assistant Engineer (A/C & R)Mechanic (A/C & R)/Mechanic (Air Conditioning & Refrigeration)
Assistant Engineer (Civil)Mechanic (E & M)
Assistant Engineer (Electrical)Medical Record Officer
Assistant Laundry SupervisorMedical Social Service Officer Grade I/Medico Social Service Officer Grade I
Assistant Store Officer/Assistant Stores OfficerMedical Social Service Officer Grade II
Audiologist & Speech Therapist/Junior Audiologist/Speech Therapist/Technical Assistant (ENT)/Jr. Audiologist/Speech TherapistMedical Social Worker/Medical Social Worker (MSW)/Medico Social Worker
Audiologist/Speech PathologistModellar (Artist)/Artist (Modellar)
Bio Medical EngineerMortuary Attendant
CashierMulti-Rehabilitation Worker (Physiotherapist)
Chief CashierMulti-Tasking Staff
Coding Clerk/Medical Record Technicians/Junior Medical Record Officer/Junior Medical Record Officer (Receptionists)/Medical Record Technicians/Medical Record Technician(Record Clerk)Nuclear Medicine Technologist
CSSD TechniciansOccupational Therapist
Dark Room Assistant Grade IIOffice Attendant Grade II
Data Entry Operator Grade – AOptometrist/Technical Officer Ophthalmology (Refractionist)/Technical Officer Ophthalmology
Dental Hygieneist/Technical Officer/Technical Officer (Dental)/Dental Technical/Dental Technician (Hygienist)/Dental Technician (Mechanic)/Technical Officer (Dental)/Dental TechnicianPACS Administrator
DieticianPerfusionist
Dissection Hall AttendantPersonal Assistant (PA)/Personal Assistant/PA to Principal (S)
Executive Assistant (N.S.)Pharmacist/Pharmacist Grade II/Pharma Chemist/Chemical Examiner/Dispensing Attendant/Dispensing Attendants
Junior Administrative OfficerPhysiotherapist
Office Assistant (N.S.)Plumber
Junior Engineer (A/C&R)/Junior Engineer (AC&R)Private Secretary
Junior Engineer (Civil)Programmer
Junior Engineer (Electrical)Psychiatric Social Worker
Junior Hindi Translator/Junior Hindi OfficerPublic Health Nurse
Junior PhysiotherapistSanitary Inspector Grade II
Junior Reception OfficerSenior Administrative Assistant/Upper Division Clerk/Senior Administrative Assistant (UDC)
Junior Scale Steno (Hindi)Senior Mechanic (Air Conditioning & Refrigeration)
Junior Store Officer/Store KeeperSenior Nursing Officer/Staff Nurse Grade I
Junior Warden (House Keepers)Senior Technician (Laboratory)/Technical Officer (Technical Supervisor)
Lab Attendants Grade II/Lab Attendant Grade IISocial Worker
Lab TechnicianStatistical Assistant
Laundry ManagerStenographer
Laundry SupervisorStore Attendant Grade II
Legal AssistantStore Keeper-cum-clerk
Librarian Grade I/Librarian Grade I (Documentalist)Tailor Grade III
Library And Information Assistant (Librarian Grade III)TB & Chest Disease Health Assistant
Library Attendant Grade IITechnical Assistant/Technician(Laboratory)/Technicians(Laboratory)/Laboratory Technician/Technician (Laboratory)
Lineman (Electrical)Technician (OT)/Technicians(Laboratory)(OT)/Technical Assistant/Technician(OT)/Technical Assistant/Technician (Anesthesia/Operation theatre)
Manager/Supervisor/Gas OfficerTechnician (Prosthetics and Orthotics)
Manifold Room AttendantTechnician (Radiology Radiographic Technician Grade II)
DriverTechnician (Radiotherapy)/Technicians (Radiotherapy)
ElectricianTechnician(Radiographic Technician Grade I)/Technicians (Radiology)
EmbryologistTransplant Coordinator
Fire Technician/Security cum Fire JamadarTransport Supervisor
Gas/Pump MechanicVocation Counsellor
Health Educator (Social Psychologist)Warden (Hostel Warden)
Hindi OfficerWireman
Hospital Attendant Grade III (Nursing Orderly)/Hospital Attendant Grade III (Nursing Orderly)/Hospital Attendant Grade III (Stretcher Bearers)Yoga Instructor
Junior Accounts Officer/Junior Accounts Officer (Accountant)Operator (E&M)/Lift Operator

আরও পড়ুন » অবশেষে প্রকাশিত হলো SSC GD Constable 2024 অফিসিয়াল নোটিফিকেশন, বিস্তারিত জেনে নিন

শিক্ষাগত যোগ্যতা –

এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট পাশ সহ উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে অনেকগুলি পদ আছে এবং প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য চাওয়া যোগ্যতা সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন করুন।

বয়সসীমা –

১৮ থেকে ৫০ বছর বয়সের মধ্যে প্রার্থীরা এখানে আবেদন করতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এখানে অনেকগুলি পদ আছে এবং প্রত্যেক পদের জন্য পৃথক বয়সসীমা রাখা হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য চাওয়া বয়সসীমা সম্পর্কে জানতে প্রার্থীদের নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে।

বেতন –

এখানে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের পে লেভেল-১ থেকে লেভেল-৮ অনুযায়ী বেতন দেওয়া হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

  • Computer Based Test
  • Document Verification
  • Interview
  • Medical Test

আবেদন মূল্য (Application Fees)

  • General/OBC – ৩,০০০/- টাকা।
  • SC/ST/EWS – ২,৪০০/- টাকা।
  • PwD – Nil.

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের (Online) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন –

- Advertisement -
  • প্রথমে www.aiimsexams.ac.in ওয়েবসাইটে গিয়ে Recruitments অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর Common Recruitment Examination for AIIMS (CRE-AIIMS) অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর New Registration অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপর লগইন করে অনলাইন আবেদন ফর্ম ফিলাপ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করার পর আবেদন ফি পেমেন্ট করতে হবে।
  • সবশেষে সাবমিট করতে হবে।
  • আবেদনের শেষে ভবিষ্যতে রেফারেন্সের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখুন।

নতুন চাকরির খবর » উচ্চমাধ্যমিক পাশে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া গত ১৭-১১-২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০১-১২-২০২৩ তারিখ পর্যন্ত

পরীক্ষার তারিখ:- ১৮-১২-২০২৩/ ২০-১২-২০২৩ (সম্ভাব্য)

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.aiimsexams.ac.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment