NHPC Recruitment 2024

Akash Kumar

কেন্দ্রীয় সরকারি সংস্থায় কর্মী নিয়োগ, শূন্যপদ ২৬৯ টি | NHPC Recruitment 2024

NHPC Recruitment 2024: কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (NHPC) -তে ২৬৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ। সেই মর্মে সংস্থার তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ট্রেনি ইঞ্জিনিয়ার ও ট্রেনি অফিসার পদে নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। ভারতবর্ষের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।

- Advertisement -
Advertisement No.NH/Rectt./04/2023-24
নিয়োগকারী সংস্থাNational Hydro Electric Power Corporation (NHPC)
পদের নামTrainee Engineer / Trainee Officer
মোট শূন্যপদের সংখ্যা২৬৯
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ২৬ মার্চ, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwww.nhpcindia.com
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

NHPC Recruitment 2024

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

NHPC এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Trainee Engineer ও Trainee Officer পদে কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ২৬৯ টি শূন্যপদ রয়েছে।

এখানে বিভিন্ন ধরনের বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সেগুলি হলো –

- Advertisement -
পদের নাম (বিভাগ)শূন্যপদ
Trainee Engineer (Civil)৯১
Trainee Engineer (Electrical)৭২
Trainee Engineer (Mechanical)৭৪
Trainee Engineer (E&C)
Trainee Engineer / Officer (IT)১৯
Trainee Officer (Geology)
Trainee Engineer / Officer (Environment)

শিক্ষাগত যোগ্যতা –

পদের নাম (বিভাগ)শিক্ষাগত যোগ্যতা
Trainee Engineer (Civil)Degree / B.Sc in Civil Engineering / Technology, B.Sc in Engineering
Trainee Engineer (Electrical)Degree / BSc in Electrical Engineering / Technology, B.Sc in Engineering
Trainee Engineer (Mechanical)Degree/ B.Sc in Mechanical Engineering / Technology, B.Sc in Engineering
Trainee Engineer (E&C)Degree/ B.Sc in Electronics & Communication Engineering / Technology, B.Sc in Engineering
Trainee Engineer / Officer (IT)Degree/ B.Sc in Information Technology Engineering / Technology, B.Sc in Engineering, MCA
Trainee Officer (Geology)M.Sc in Geology / M.Tech in Applied Geology
Trainee Engineer / Officer (Environment)BE / B.Tech in Environmental Engineering, M.Sc in Environmental Science

GATE-2023 স্কোর সহ GATE রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে, তবেই এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে পারবেন।

বয়সসীমা –

  • সর্বোচ্চ বয়সসীমা – ৩০ বছর।
  • বয়স হিসেব করতে হবে ২৬-০৩-২০২৪ তারিখ অনুযায়ী।
  • সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন –

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ৫০,০০০/- টাকা থেকে ১,৬০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

❖  Related Articles

নির্বাচন পদ্ধতি (Selection Process)

  • Based on Gate Marks,
  • Group Discussion & Personal Interview.

আবেদন মূল্য (Application Fees)

  • UR/EWS/OBC ক্যাটাগরি প্রার্থীদের আবেদন ফি জমা করতে হবে ৭০৮/- টাকা।
  • SC/ST/PwBD/Ex-Servicemen/ Women প্রার্থীদের কোনো আবেদন ফি জমা করতে হবে না।
  • আবেদন ফি জমা করা যাবে অনলাইনে আবেদন করার সময় অনলাইনের মাধ্যমে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে (Online)।

  • প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট www.nhpcindia.com এ যেতে হবে।
  • এরপর নীচে থাকা Career লিংকে ক্লিক করে Register অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর নতুন পেজ খুলে যাবে।
  • এরপর Click here for Online Application এ ক্লিক করতে হবে।
  • এরপর Click here to Apply অপশনে ক্লিক করে Post সিলেক্ট করে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, জেন্ডার সহ নিজের যাবতীয় তথ্য পূরণ করে Next এ ক্লিক করতে হবে।
  • এরপর যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে তা স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর আবেদন ফি জমা করতে হবে (যদি প্রযোজ্য হয়)।
  • সবশেষে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।
  • সাবমিট করার পর আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখুন ভবিষ্যতের রেফারেন্সের জন্য।

বিঃদ্রঃ – অনলাইনে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে ফাইনাল সাবমিট করবেন। কারণ কোনোরকম ভুল তথ্য পূরণ করে সাবমিট করলে, তা আর সংশোধন করতে পারবেন না।

দরকারি নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

- Advertisement -
  • জন্ম তারিখ প্রমাণ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
  • GATE-2023 স্কোর কার্ড।
  • আরো অন্যান্য ডকুমেন্টস।

নতুন চাকরির খবর » ভারতীয় রেলে ৯১৪৪ শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৫-০৩-২০২৪
আবেদন শুরু০৬-০৩-২০২৪
আবেদন শেষ২৬-০৩-২০২৪

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.hpcindia.com
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment