Post Office Scheme National Savings Certificate - পোস্ট অফিসের দুর্দান্ত লাভজনক স্কিম

INB GURU

Post Office Scheme – পোস্ট অফিসের দুর্দান্ত লাভজনক স্কিম! ফিক্সড ডিপোজিটে মিলছে ৭.৭ শতাংশ সুদ

Post Office Scheme – উপার্জিত টাকা নির্দিষ্ট খাতে বিনিয়োগ করে পরে নিশ্চিন্তে জীবন কাটাতে চান অধিকাংশ মানুষই। আর সেই কারণেই পোস্ট অফিসের প্রতি আগ্রহ দিনদিন বাড়ছে। পোস্ট অফিসের বেশ কিছু স্কিম বাজারে অত্যন্ত জনপ্রিয়। স্কিমগুলিতে বিনিয়োগ করলে একে তো মেলে উচ্চ সুদ, তার উপর রয়েছে নিশ্চয়তা ও সুরক্ষা। তাই স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট স্কিমগুলির চাহিদা বাজারে উর্ধ্বমুখী। আজকে আমরা আলোচনা করব পোস্ট অফিসের জনপ্রিয় একটি স্কিম ‘ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট’ (National Savings Certificate) নিয়ে। এই স্কিমটি সুবিধা এতটাই যে দিনদিন গ্রাহক সংখ্যা বাড়ছেই।

- Advertisement -

পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate)

পোস্ট অফিসের একটি অত্যন্ত জনপ্রিয় স্কিম হল এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate)। এই স্কিমে যেমন ভালো রিটার্ন পাওয়া যায়, তেমনই রয়েছে দারুণ কর ছাড়ের বন্দোবস্ত। বর্তমানে যে ফিক্সড ডিপোজিট স্কিমগুলি (Post Office Scheme) বাজারে রয়েছে তার মধ্যে বিশেষ লাভ জনক ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। যেকোনো ব্যাঙ্কের এফডির থেকেও এগিয়ে রয়েছে এই স্কিম। এখানে সুদের হার উচ্চ। এখানকার গ্রাহকরা প্রায় ৭.৭ শতাংশ হারে সুদ পান।

তবে বলে রাখার দরকার যে, এখানে সুদের সম্পূর্ণ সুবিধা নিতে হলে লক ইন পিরিওডে তা রাখতে হবে। তাই এখানে অ্যাকাউন্ট খোলার পর এক বছর চালানোর পর সেটি বন্ধ করে দিলে শুধুমাত্র বিনিয়োগের পরিমাণটি ফেরত দেওয়া হয়। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই স্কিমে সরকার বিনিয়োগ নিশ্চয়তা দিয়ে থাকে। তিন মাস অন্তর ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট-সহ পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পগুলির সুদের হার সংশোধন করা হয়।

- Advertisement -

আরও পড়ুন » মাত্র 5 মিনিটে পেয়ে যান ফ্রিতে প্যান কার্ড, জেনে নিন আবেদন পদ্ধতি

পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমটির সুদের হার চক্রবৃদ্ধির ভিত্তিতে দেওয়া হয়। আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করেন তবে এতে টাকা বিনিয়োগের পাঁচ বছর পরে সুদ অ্যাকাউন্টে ফেরত পাবেন। নিঃসন্দেহে পোস্ট অফিসের এই স্কিম লাভজনক ও এতে বিনিয়োগ করলে লাভবান হবেন বিনিয়োগকারী।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমের সুবিধাগুলি কী কী?

১) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) স্কিমটি পোস্ট অফিসের অন্যতম জনপ্রিয় একটি স্কিম। এই স্কিমে একজন বিনিয়োগকারীর টাকা সুরক্ষিত থাকে ও এই স্কিমের ঝুঁকি অপেক্ষাকৃত কম।

২) NSC বিনিয়োগকারীর অর্থের উপর একটি নিশ্চিত রিটার্ন দেয়। আয়ের স্থিতিশীলতা নিশ্চিত করে এই স্কিমটি।

৩) NSC তে ছোট ও বড় উভয় বিনিয়োগ সম্ভব। তাই বিনিয়োগকারী তাঁর চাহিদামতো অর্থ জমাতে পারেন।

- Advertisement -

৪) NSC গুলি একজন ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করা যেতে পারে। এটি মনোনয়নের অনুমতি দেয় ও একজন বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করে।

৫) ভারত জুড়ে সমস্ত পোস্ট অফিসেই NSC স্কিম সহজে উপলব্ধ। ফলে যে কোনো প্রান্তের গ্রাহক এখানে বিনিয়োগ করতে পারেন। এছাড়াও আরও বেশ কিছু সুবিধা রয়েছে এই স্কিমের।

NSC স্কিমে আবেদন জানাতে পারবেন কারা?

পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) স্কিমে বিনিয়োগ করার ক্ষেত্রে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। একজন প্রাপ্তবয়স্ক মানুষ এখানে বিনিয়োগ করতে পারেন। তবে একজন নাবালকের ক্ষেত্রে তাঁর পিতা-মাতা এই স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন। তবে, পোস্ট অফিসের NSC স্কিমে বিনিয়োগকারীদের অবশ্যই ভারতের অধিবাসী হতে হবে।

আরও পড়ুন » কবে থেকে লক্ষ্মীর ভান্ডারে মিলবে ১০০০ টাকা? রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ঘোষণা, জেনে নিন মহিলারা

NSC- তে আবেদন জানাবেন কিভাবে?

পোস্ট অফিসের একজন গ্রাহকের কাছে যদি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থাকে, তবে অনলাইনেই NSC-তে বিনিয়োগ করতে পারেন। এছাড়া, নিকটবর্তী পোস্ট অফিসে গিয়েও এ বিষয়ে বিস্তারিত জেনে আসতে পারেন গ্রাহক।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment