Instant Free PAN Card Apply with Aadhaar

INB GURU

Instant Free PAN Card Apply with Aadhaar: মাত্র 5 মিনিটে পেয়ে যান ফ্রিতে প্যান কার্ড, জেনে নিন আবেদন পদ্ধতি

Instant Free PAN Card Apply with Aadhaar: আপনি কি নতুন প্যান কার্ড বানাতে চান তাই আবার 5 মিনিটের মধ্যে। তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আমরা এই প্রতিবেদনে জানানো যে, মাত্র 5 মিনিটের মধ্যে কিভাবে বিনামূল্যে প্যান কার্ড বানাবেন। চলুন তাহলে জেনে নেওয়া বিস্তারিত পদ্ধতি।

- Advertisement -

আপনাকে বলে রাখি যে, Instant PAN Card বানানোর জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, তবেই আপনি OTP ভেরিফাই করে Instant PAN Card এর জন্য আবেদন করতে পারবেন এবং মাত্র 5 মিনিটের মধ্যে Instant PAN Card Download করতে পারবেন।

Instant PAN Card আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আধার কার্ড (আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে)।
  • আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে ওই মোবাইল নম্বর।

Instant PAN Card আবেদনের পদ্ধতি

Instant Free PAN Card Apply with Aadhaar করার জন্য আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে –

- Advertisement -
  1. সবার প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/ -এ যেতে হবে,
  2. এরপর Quick Links সেকশন দেখতে পাবেন,
  3. এই সেকশনের মধ্যে থাকা Instant PAN Card অপশনে ক্লিক করতে হবে,
  4. এরপর নতুন একটি পেজ খুলে আসবে, যা নিম্নরূপ হবে –
Instant Free PAN Card Apply with Aadhaar
  1. এই পেজে Get e-PAN অপশনে ক্লিক করতে হবে,
  2. ক্লিক করার পর নতুন একটি পেজ খুলে আসবে, যা নিম্নরূপ হবে –
Instant Free PAN Card Apply with Aadhaar
  1. এখানে আপনার 12 ডিজিট আধার কার্ড নম্বর লিখতে হবে এবং OTP Validation করতে হবে,
  2. এরপর আপনার আধার কার্ডের সমস্ত তথ্য চলে আসবে,
  3. এরপর OTP Validation করে Proceed অপশনে ক্লিক করতে হবে,
  4. ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে, যা নিম্নরূপ হবে –
Instant Free PAN Card Apply with Aadhaar
  1. এরপর Submit অপশনে ক্লিক করতে হবে,
  2. ক্লিক করার সঙ্গে সঙ্গে Application Number পাবেন এটি সুরক্ষিত রাখতে হবে।

উপরের সমস্ত স্টেপস ফলো করে আপনি প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

প্যান কার্ড আবেদনের স্ট্যাটাস চেক করুন এবং প্যান কার্ড ডাউনলোড করুন

উপরের সমস্ত স্টেপস ফলো করে প্যান কার্ড আবেদনের পর, আপনি নিচের স্তেপগুলির মাধ্যমে আপনার প্যান কার্ড আবেদনের স্ট্যাটাস চেক এবং প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন।

  1. স্ট্যাটাস চেক করার জন্য এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/ এর হোম পেজে আসতে হবে,
  2. এরপর Quick Links সেকশনের মধ্যে থাকা Instant PAN Card অপশনে ক্লিক করতে হবে,
  3. এরপর Check Status / Download PAN অপশনে ক্লিক করতে হবে,
  4. এরপর আপনার 12 ডিজিট আধার কার্ড নম্বর লিখে Continue অপশনে ক্লিক করতে হবে,
  5. এরপর আবেদনের স্ট্যাটাস চলে আসবে,
  6. এবং নিচের দিকে থাকা PAN Card অপশনে ক্লিক করতে হবে,
  7. ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্যান কার্ড ডাউনলোড হয়ে যাবে। আপনি এই প্যান কার্ডটি প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।

Note: আপনি যদি Instant PAN Card আবেদন করেন, তবে আপনি প্লাস্টিকের প্যান কার্ড পাবেন না অর্থাৎ প্লাস্টিকের প্যান কার্ড পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে আসবে না। আপনি এই Instant PAN Card Download করে ব্যবহার করতে পারবেন।

ডাউনলোড করুন নিজের ডিজিটাল ভোটার কার্ড। জেনে নিন পদ্ধতি

Sukanya Samriddhi Yojana 2023: ভাবছেন টাকা বিনিয়োগ করবেন সুকন্যা সমৃদ্ধি যোজনাতে? তার আগে জেনে নিন এই নতুন আপডেটগুলি

- Advertisement -

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment