Weekend Working

Utpal

Weekend Working: ইয়ার এন্ডিংয়ের চাপ, সপ্তাহান্তের লম্বা ছুটিতে কোপ! ৩০ ও ৩১ মার্চ ব্যাংক ছাড়াও কী কী খোলা থাকছে জেনে নিন

- Advertisement -

Weekend Working: আর কিছুদিনের মধ্যেই ২০২৩-২৪ আর্থিক বর্ষ শেষ হচ্ছে। আর্থিক বর্ষ শেষের মুখে কর্মতৎপরতা‌ দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলিতে। আগামী ৩১ শে মার্চ ব্যাংক, ইন্সুরেন্স, কর বিভাগ, লেনদেনের শেষ দিন। ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলিতে বেজায় ব্যস্ততা চলছে। আবার, চলতি সপ্তাহে গুড ফ্রাইডে, শনিবার, রবিবার মিলিয়ে একটানা ছুটির সুযোগ ছিল কর্মীদের জন্য। তবে বর্ষশেষের কাজের চাপে কার্যত বাতিল হল ছুটি।

প্রত্যেক অর্থবর্ষের শেষে আর্থিক প্রতিষ্ঠান গুলির তৎপরতা বাড়ে। চলতি বছরের 31 মার্চ সমাপ্তি হচ্ছে ২০২৩-২৪ অর্থবর্ষে। এরপর শুরু হবে নতুন আর্থিক বছর। অতএব উক্ত দিনটি তাৎপর্যপূর্ণ সমস্ত প্রকার লেনদেন সংক্রান্ত বিষয়ের জন্য। ‌সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়েছে, যে সকল এজেন্সি এবং ব্যাংকগুলি সরকারি লেনদেনের সাথে যুক্ত রয়েছে, তাঁরা ৩১ মার্চ ২০২৪ তারিখে লেনদেন চালু রাখবে। গত ২০ মার্চ এই বিজ্ঞপ্তি জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।

❖  Related Articles

ইতোমধ্যে জানা যাচ্ছে, লেনদেন সংক্রান্ত কাজ চালু রাখার জন্য দেশের প্রায় সমস্ত ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠানগুলি ৩১ মার্চ তারিখে খোলা থাকছে। যে সমস্ত ব্যাংক ৩১ মার্চে খোলা থাকছে তার একটি তালিকা সামনে এসেছে। যেখান থেকে জানা যাচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইউকো ব্যাংক, কানারা ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাংক লিমিটেড, বন্ধন ব্যাংক লিমিটেড, অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড, IDFC ফার্স্ট ব্যাংক লিমিটেড, জম্মু ও কাশ্মীর ব্যাংক লিমিটেড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক লিমিটেড, CSB ব্যাংক লিমিটেড, ধনলক্ষ্মী ব্যাঙ্ক লিমিটেড, সিটি ইউনিয়ন ব্যাংক লিমিটেড, ব্যাঙ্ক অফ বরোদা, HDFC ব্যাংক লিমিটেড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফেডারেল ব্যাংক লিমিটেড, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, DCB ব্যাংক লিমিটেড, সহ অধিকাংশ সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক খোলা থাকছে আগামী ৩১ মার্চ তারিখে।

ব্যাংক ছাড়াও আর কোন আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকছে?

ব্যাংকগুলির পাশাপাশি জনসাধারণ যাতে আয় কর জমা দিতে পারে, তার জন্য মাসের শেষে অর্থাৎ ২৯ থেকে ৩১ মার্চ তারিখ পর্যন্ত ট্যাক্স সম্পর্কিত কাজগুলি চালু থাকবে। অর্থবছর শেষের কারণে‌ আয়কর বিভাগ দীর্ঘ সপ্তাহান্ত পালন করবে না। বরং মাসের শেষে দিনগুলিতে পুরোদমে চালু থাকবে কাজ। আরবিআই নির্দেশ দিয়েছে যে, আয়কর বিভাগের মত দেশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান খোলা যাচ্ছে ৩১ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন » School Education: নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে উঠল নতুন বই! নতুন পাঠ্যক্রম প্রকাশ করল বোর্ড

RBI নির্দেশ দিয়েছে যে, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (NEFT), রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) সিস্টেমের মাধ্যমে লেনদেন গুলি ৩১ মার্চ পর্যন্ত চালু থাকবে। অতএব দীর্ঘ সপ্তাহান্তের ছুটি নয়, বরং কাজেই ব্যস্ত থাকবে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলি।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Telegram
Share.

Leave a Comment

Notification Powered by inbPush