rules changes from 1 april

Akash Kumar

এপ্রিল ফুলে মস্ত ছ্যাঁকা মধ্যবিত্তের পকেটে! ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে টাকা ও ট্যাক্স সম্পর্কিত এই সকল নিয়ম

Rules Changes from 1 April: আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে নতুন অর্থবর্ষ। ২০২৩-২৪ অর্ধবর্ষের শেষের মুখে নতুন কিছু নিয়মের ভ্রুকুটি দেখা দিচ্ছে। ১ এপ্রিল থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ শুরু হচ্ছে। দেশে ট্যাক্স, অর্থ ও সঞ্চয় সম্পর্কিত বেশ কিছু নিয়মে পরিবর্তন আসছে। এই নিয়মগুলি সরাসরি প্রভাব ফেলতে চলেছে মধ্যবিত্তের পকেটে। অর্থবর্ষ শুরুর আগেই আমজনতার জেনে নেওয়া দরকার, দেশের ঠিক কোন কোন নিয়মে পরিবর্তন এল। 

- Advertisement -

১) আধারের সঙ্গে প্যান লিংক

অনেকদিন ধরেই আধারের সঙ্গে প্যান লিংকের নির্দেশ দিচ্ছে সরকার। ‌আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার লাস্ট ডেট আগামী ৩১ মার্চ ২০২৪। এই সময়সীমা পেরিয়ে গেলে আপনি যদি নিয়ম না মেনে আধারের সঙ্গে প্যান লিংক না করান তাহলে আপনার প্যান নম্বর বাতিল হয়ে যাবে। আর যদি প্যান নম্বর বাতিল হয়ে যায়, তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না ও বড় লেনদেন করা যাবে না।

❖  Related Articles

২) চালু হবে নতুন ট্যাক্স ব্যবস্থা

অর্থবর্ষের শুরুতেই অর্থাৎ ১ এপ্রিল ২০২৪ থেকে নতুন কর ব্যবস্থা হয়ে যাবে ডিফল্ট কর ব্যবস্থায়। সে ক্ষেত্রে আপনাকে ট্যাক্স ফাইল করার পদ্ধতি বেছে নিতে হবে। নয়তো আপনাকে নতুন কর ব্যবস্থার অধীনে স্বয়ংক্রিয়ভাবে কর দিতে হবে।

- Advertisement -

৩) এলপিজি গ্যাসের নতুন নিয়ম

দেশে আসন্ন লোকসভা নির্বাচন। জানা যাচ্ছে, প্রতি মাসের প্রথমে যেমন এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়, এবারেও তাই হবে। ‌দেশে এলপিজি সিলিন্ডারের দাম ১ এপ্রিল ২০২৪ তারিখে সংশোধন করা হবে। সে ক্ষেত্রে গ্যাসের দাম কত হতে চলেছে, তা নিয়ে একটু চিন্তার কারণ রয়েছে বৈকি।

৪) EPFO নতুন নিয়ম কার্যকর হবে

১ এপ্রিল ২০২৪ নতুন অর্থবর্ষ শুরুর মুখে EPFO নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা যাচ্ছে। নয়া নিয়ম কার্যকর করতে চলেছে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা। এই নতুন নিয়মে আপনি যদি চাকরি পরিবর্তন করেন, তাহলে আপনাকে পিএফ এর পরিমাণ স্থানান্তরের জন্য অনুরোধ করা হবে না। আপনি চাকরি পরিবর্তন করলেও পিএফ অটো মোডে ট্রান্সফার হবে।

৫) FASTag-এ নতুন নিয়ম কার্যকর হবে

১ এপ্রিল ২০২৪ অর্থবর্ষে শুরুর মুখে ফ্যাশট্যাগের নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা যাচ্ছে। আপনি যদি এখনও ব্যাংক থেকে আপনার গাড়ির ফ্যাশট্যাগের কেওয়াইসি আপডেট করে না থাকেন, তাহলে শীঘ্রই সেটি করে নিন। নতুন অর্থবছর শুরু হয়ে গেলে আপনি সমস্যায় পড়তে পারেন। কোন ভাবে যদি ব্যাংক ফ্যাশট্যাগের কেওয়াইসি না করা থাকলে তা নিষ্ক্রিয় করে দেয়, তাহলে ফ্যাশট্যাগের ব্যালেন্স থাকলেও পেমেন্ট করা যাবে না। যার ফলে টোলে আপনাকে দ্বিগুন টাকা গুণতে হবে।

আরও পড়ুন » ১লা এপ্রিল থেকে এসবিআই ক্রেডিট কার্ডের এই সুবিধা বন্ধ করে দিচ্ছে ব্যাঙ্ক

- Advertisement -

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment