ECIL Recruitment 2024

Akash Kumar

ECIL দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ সহ অন্যান্য যোগ্যতায় আবেদন চলছে

ECIL Recruitment 2024: আপনি যদি বহু দিন ধরে একটা কাজের খোঁজে রয়েছেন, তো তাহলে আপনার জন্য রয়েছে এক কাজের সুবর্ণ সুযোগ। ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ ECIL এর পক্ষ থেকে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা ভারতবর্ষের যেকোনো রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন জানাতে হবে।

- Advertisement -

এখানে কোন কোন পদে নিয়োগ চলছে? শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও মাসিক বেতন কি রয়েছে? কীভাবে আবেদন করবেন? সমস্ত কিছু বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে।

নিয়োগকারী সংস্থাElectronics Corporation of India Limited (ECIL)
পদের নামবিভিন্ন পদ রয়েছে
মোট শূন্যপদের সংখ্যা৮১ টি
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ১৩ এপ্রিল, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwww.ecil.co.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

ECIL -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে চার ধরনের পদে নিয়োগ করা হবে। যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি নীচে দেওয়া হলো। এখানে সব মিলিয়ে মোট ৮১ টি শূন্যপদ রয়েছে।

- Advertisement -
পদের নামশূন্যপদের সংখ্যা
Deputy Manager (Technical)১৪ টি
Technician৩০ টি
Trainee Officer (Finance)৭ টি
Graduate Engineer Trainee৩০ টি

আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন।

শিক্ষাগত যোগ্যতা –

পদের নামশিক্ষাগত যোগ্যতা
Deputy Manager (Technical)Graduation, Post Graduation in ECE/ EEE
Technician10th pass, ITI
Trainee Officer (Finance)CA, Cost Accountant
Graduate Engineer TraineeGraduation, Post Graduation in Engineering

আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন।

❖  Related Articles

বয়সসীমা –

Deputy Manager (Technical):- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

Technician, Trainee Officer (Finance), Graduate Engineer Trainee:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।

সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

- Advertisement -

বয়স হিসেব করতে হবে ১৩ এপ্রিল, ২০২৪ তারিখ অনুযায়ী। নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন –

পদের নামমাসিক বেতন
Deputy Manager (Technical)৫০,০০০/- থেকে ১,৬০,০০০/- টাকা
Technician২০,৪৭০/- টাকা
Trainee Officer (Finance)৪০,০০০/- থেকে ১,৪০,০০০/- টাকা
Graduate Engineer Trainee

নির্বাচন পদ্ধতি (Selection Process)

এখানে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট পদে।

আবেদন মূল্য (Application Fees)

SC/ST/PWD/Regular Employees প্রার্থীদের কোনো আবেদন ফি জমা করতে হবে না। বাকি সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০০/- টাকা জমা করতে হবে। আবেদন ফি জমা করা যাবে অনলাইনের মাধ্যমে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম ফিলাপ করার আগে আবেদন ফি জমা করতে হবে (SC/ST/PWD/Regular Employees প্রার্থীদের কোনো আবেদন ফি জমা করতে হবে না।)। আবেদন ফি জমা করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিজ্ঞপ্তির মধ্যে থাকা SBI Collect পোর্টালের লিংকে ক্লিক করতে হবে। তারপর অনলাইনে আবেদন ফি জমা করতে হবে। এরপর SBI Collect Reference Number পাবেন, সেটি এখানে অনলাইন আবেদন করার সময় দরকার হবে। আবেদন ফি জমা হয়ে গেলে নিচের স্টেপগুলি অনুসরণ করুন –

  • প্রথমে www.ecil.co.in এ যেতে হবে।
  • এরপর Career এ গিয়ে Current Job Opening for Advertisement Details এ ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার্থে আবেদন করার ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হয়েছে, সেই লিংকে ক্লিক করে সরাসরি অনলাইন আবেদন পেজে যেতে পারেন
  • এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে নিজের যাবতীয় তথ্য দিয়ে।
  • সঙ্গে আবেদন ফি জমা দেওয়ার Reference number টি সঠিক জায়গায় বসিয়ে দিতে হবে।
  • এরপর যা যা ডকুমেন্টস আপলোড করতে বলছে সেগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর Submit করলে আবেদন সম্পন্ন হবে।
  • এরপর জমা করা আবেদন ফর্মটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখুন ভবিষ্যতের রেফারেন্সের জন্য।

দরকারি নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • পরিচয়পত্র (আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স)।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
  • কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
  • সাম্প্রতিক তোলা নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার। পাসপোর্ট সাইজের ফটোর ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হতে হবে।

নতুন চাকরির খবর » উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের বিভিন্ন পৌরসভায় কর্মী নিয়োগ, মাসিক বেতন ২৮৯০০ টাকা

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

আবেদন শুরু২৩-০৪-২০২৪
আবেদন শেষ১৩-০৪-২০২৪

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

Advertisement No:-

Technician:- 09/2024
Deputy Manager (Technical):- 08/2024
Trainee Officer (Finance):- 07/2024

Graduate Engineer Trainee:- 06/2024

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDeputy Manager (Technical)

Technician

Trainee Officer (Finance)

Graduate Engineer Trainee
✅ আবেদন লিংকDeputy Manager (Technical)

Technician

Trainee Officer (Finance)

Graduate Engineer Trainee
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.ecil.co.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

আরও পড়ুন 👇

PAN Aadhaar Link – প্যান আধার লিংক করানো নেই? কি হতে পারে জানেন

ভোটার তালিকায় আপনার নাম রয়েছে তো? কিভাবে চেক করবেন? জেনে নিন

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

1 thought on “ECIL দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ সহ অন্যান্য যোগ্যতায় আবেদন চলছে”

Leave a Comment