WB Madhyamik Result 2023

INB GURU

WB Madhyamik Result 2023: আজকেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল, কখন বেরোবে? কিভাবে দেখবেন? জেনে নিন

আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। আজকেই (১৯ মে, শুক্রবার) প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার ৭৫ দিনের মাথায় আজকে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এরপর বেলা ১২টা থেকে পরীক্ষার্থীরা অনলাইন ওয়েবসাইট মারফত মাধ্যমিকের রেজাল্ট জানতে পারবেন। এর পাশাপাশি এসএমএস ও অ্যাপের মাধ্যমেও WB Madhyamik Result 2023 জানতে পারবেন পরীক্ষার্থীরা।

- Advertisement -

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। আজকে মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে পেয়ে যাবেন ছাত্র-ছাত্রীরা। এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এ বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ছয় লক্ষেরও অধিক।

কীভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে হবে?

মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WB Madhyamik Result 2023) দেখার জন্য আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে –

- Advertisement -

১) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in -এ যেতে হবে।

২) এরপর West Bengal Board of Secondary Exam. Results – 2023 অপশন দেখতে পাবেন। সেই অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর নতুন পেজ খুলে আসবে। সেখানে পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্ম তারিখ সঠিকভাবে লিখতে হবে।

৪) সবশেষে Submit অপশনে ক্লিক করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মাধ্যমিকের রেজাল্ট স্ক্রিনে ভেসে উঠবে। কোন বিষয়ে কত নম্বর পেয়েছে, কোন গ্রেড পেয়েছে, মোট কত নম্বর পেয়েছে, সেই সংক্রান্ত তথ্য দেখতে পাবেন।

মাধ্যমিক পাশ করলেই রাজ্যের এই স্কলারশিপে মিলবে ১০ হাজার টাকা, কারা পাবেন, কিভাবে আবেদন করবেন?

- Advertisement -

উপরোক্ত দুই ওয়েবসাইট ছাড়াও আরও কয়েকটি ওয়েবসাইট এবং অ্যাপের মারফত রেজাল্ট দেখা যাবে। সেগুলি হলো –

  • www.exametc.com
  • www.indiaresults.com
  • www.results.shiksha
  • www.schools9.com
  • www.jagranjosh.com
  • www.vidyavision.com
  • www.fastresult.in
  • www.anandabazar.com
  • www.sangbadpratidin.in
  • https://bengali.news18.com/
  • bangla.hindustantimes.com

Madhyamik Results 2023, Exametc.com, FASTRESULT অ্যাপের মারফত মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment