Lok Sabha Election 2024 New Voter List 2024 Download

INB GURU

Lok Sabha Election 2024 – কমিশনের ভোটার তালিকায় আপনার নাম রয়েছে তো? কিভাবে চেক করবেন? জেনে নিন

Lok Sabha Election 2024: দেশে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। দেশ জুড়ে আয়োজিত হবে লোকসভা নির্বাচন ২০২৪। ১৮ তম লোকসভা নির্বাচন হতে চলেছে দেশে। নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে দেশের ৫৪৩ টি লোকসভা আসনে ভোটের দিন। ফলে দেশ জুড়ে তৎপরতা তুঙ্গে। সাত দফায় ভোট আয়োজনের বার্তা এসেছে। স্বাভাবিকভাবেই জনসাধারণের মধ্যে নির্বাচন উত্তাপের পারদ চড়ছে। ভারতীয় গণতন্ত্রে ভোট দেবেন দেশের কয়েক কোটি জনসাধারণ কিন্তু তার আগে যেটা গুরুত্বপূর্ণ তা হল ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা তা একবার চেক করে নেওয়া। কোন ভাবে যদি নাম ভোটার তালিকা থেকে মুছে যায় তাহলে সমস্যায় পড়তে পারেন। আপনি ঘরে বসেই চেক করে নিতে পারবেন ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা। কিভাবে? বিস্তারিত তথ্য তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে।

- Advertisement -

কমিশনের তরফে প্রকাশিত একটি রিপোর্ট বলছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) সারা দেশে প্রায় ৯৭ কোটি ভোটার এবছর গণতন্ত্রের উৎসবে অংশ নেবেন। যার মধ্যে ২ লক্ষ মানুষের বয়স একশোর বেশি। আবার ৮২ লক্ষ মানুষের বয়স ৮৫ বছরের বেশি। ভারতবর্ষের প্রতিটি এলাকা থেকে সাধারণ মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ভোটদানের মাধ্যমে। তবে তার আগে জেনে নিন যে ভোটার তালিকায় আপনার নামটি নথিভুক্ত রয়েছে নাকি।

❖  Related Articles

ভোটার তালিকায় আপনার নাম রয়েছে সেটি জানবেন কিভাবে?

জনসাধারণ বাড়িতে বসে চেক করে নিতে পারবেন ভোটার তালিকায় আপনার নাম রয়েছে নাকি। কিভাবে চেক করবেন তা স্টেপ বাই স্টেপ বলা হলো।

- Advertisement -

১) অনলাইনে প্রথমেই আপনাকে ভিজিট করতে হবে (electoralsearch.eci.gov.in) ওয়েবসাইটে।

২) এরপর আপনাকে সেখান থেকে আপনার রাজ্যের নাম ও পছন্দের ভাষাটি বেছে নিতে হবে।

৩) এরপর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেখানে আপনার নাম, পদবী, জন্মতারিখ, জেন্ডার, এই সকল পার্সোনাল ডিটেলস করে দিতে হবে।

৪) পার্সোনাল ডিটেলস দেওয়া হলে জেলা ও বিধানসভা কেন্দ্র সিলেক্ট করে নিন।

৫) এরপর এর একটি নতুন পেজ ওপেন হবে। এতে ক্যাপচা কোড লিখে সার্চ অপশনটিতে ক্লিক করুন।

- Advertisement -

৬) এরপরই স্ক্রিনে কমিশনের ডেটা ভেসে উঠবে।

এছাড়াও আপনি ২০২৪ সালের নতুন ভোটার লিস্ট ডাউনলোড করে চেক করতে পারেন আপনার নাম রয়েছে কিনা। New Voter List 2024 Download করতে এখানে ক্লিক করুন

সেখান থেকে চেক করে নিতে পারবেন আপনার নাম ভোটার তালিকায় রয়েছে কিনা। ভোটার তালিকায় আপনার নাম না থাকলে কি করনীয়?

আপনি ভারতবর্ষের প্রাপ্ত বয়স্ক নাগরিক হওয়া সত্ত্বেও ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে, তাহলে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট-সহ আবেদন জানাতে হবে।

নতুন ভোটার কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন দেখুন

আবেদন জানানোর জন্য যে যে ডকুমেন্টগুলি প্রয়োজন সেগুলি হল-

  • আবেদনকারীর আধার কার্ড / প্যান কার্ড / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট / বার্থ সার্টিফিকেট / ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক ডিটেলস
  • আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি
  • মোবাইল নম্বর এবং এনইল আইডি

আবেদন করার পর কিছুদিন সময় দিতে হবে। তারপর আপনার আবেদন গৃহীত হলে ভোটার তালিকা নাম উঠবে। গণতন্ত্রের উৎসবে অংশ নিতে পারবেন আপনিও।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment