Yoggyashree Scheme Details – পশ্চিমবঙ্গে চালু হলো যোগ্যশ্রী প্রকল্প, এই নতুন প্রকল্পে কি কি সুবিধা পাবেন? দেখে নিন বিস্তারিত

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) রাজ্যে ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গবাসীর কল্যাণের জন্য একের পর এক প্রকল্পের সঞ্চার করেছেন। সম্প্রতি সাধারণ মানুষের কথা মাথায় রেখে এক প্রকল্পের ঘোষনা করেন মাননীয়া। এই প্রকল্পের নাম কি? এই প্রকল্পের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে? সমস্ত কিছু জানতে এই প্রকল্পটি সম্পূর্ণ পড়ুন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের জন্য একের পর এক প্রকল্পের সূচনা করেছেন যার মাধ্যমে রাজ্যবাসীরা খুবই উপকৃত হয়েছে। গত ৮ই জানুয়ারি ২০২৪ সালে ধনধান্য পেক্ষাগৃহে এক নতুন প্রকল্পের শুভ সূচনা করেছেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত হবে এই প্রকল্পটি। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে যোগ্যশ্রী প্রকল্প (Yoggyashree Scheme)। এই প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে তপশিলি জাতি এবং আদিবাসী ছাত্র ছাত্রীরা বিনামূল্যে JEE, NEET এবং WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ পাবে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশিক্ষণের পাশাপাশি ছাত্রছাত্রীরা এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রশিক্ষণও নিতে পারবে।

Yoggyashree Scheme Details
Yoggyashree Scheme Details

JEE, NEET এবং WBJEE পরীক্ষার জন্য গত দু’বছর ধরে এই প্রকল্পটি চালু রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সারা রাজ্য জুড়ে ৩৬ টি সেন্টারে ১৪৪০ জন তপশিলি জাতি এবং আদিবাসী ছাত্র ছাত্রীরা প্রশিক্ষণ নিয়েছে।

এই যোগ্যশ্রী প্রকল্পের সুবিধাগুলি কি কি ?

Yoggyashree Scheme -এর মাধ্যমে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা গত দুবছর ধরে প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদের সংখ্যাটা ছিল ২০৮৮০ জন। এই ২০৮৮০ জন ছাত্র ছাত্রীর মধ্যে টেকনিক্যাল কোর্সে জয়েন করেছেন ২২৫৪ জন। ৮ জন আইআইটিতে পড়ছেন এবং ১৪ জন এনআইটিতে, ৩৪ জন এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছে।

আরও পড়ুন » বাংলা শস্য বীমাতে আবেদন করলেই পাবেন টাকা! ফর্ম ফিলাপ ও কি কি ডকুমেন্টস লাগবে দেখুন

এই বছর থেকে পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ৫০ টি কেন্দ্রে ২০১ তপশিলি জাতি ও আদিবাসী ছাত্র ছাত্রীরা এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ পাবে। তবে টেকনিক্যাল কোর্সের প্রশিক্ষণের পাশাপাশি ছাত্রছাত্রীরা পাবে বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রশিক্ষণ যেমন রেল, পোস্ট অফিস, পুলিশ, সামরিক ও আধা সামরিক বাহিনী প্রভৃতি।

কিভাবে আবেদন করবেন ?

যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। https://www.wbbcdev.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে ইচ্ছুক পড়ুয়াদের।

আরও পড়ুন » রেশন কার্ডের ভুল তথ্য সংশোধন করুন অনলাইনে। জানুন বিস্তারিত পদ্ধতি

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%