Ration Card Correction

INB GURU

Ration Card Correction: রেশন কার্ডের ভুল তথ্য সংশোধন করুন অনলাইনে। জানুন বিস্তারিত পদ্ধতি।

নমস্কার বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আগের প্রতিবেদনে আলোচনা করেছিলাম যে, কিভাবে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করবেন। আর আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করবো যে, কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি আপনার রেশন কার্ডের ভুল তথ্য সংশোধন করবেন। আপনি আপনার এবং আপনার পরিবারের অন্য সদস্যদের রেশন কার্ড সংশোধন করতে পারবেন। রেশন কার্ডের নাম, জন্ম তারিখ, বাবার নাম, ঠিকানা সকল তথ্য একই সঙ্গে সংশোধন করতে পারবেন। তাই আপনাকে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়তে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিত পদ্ধতি।

- Advertisement -

বাড়িতে বসে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিন। রইলো বিস্তারিত পদ্ধতি

রেশন কার্ড সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আধার কার্ড,
  • ভোটার কার্ড,
  • প্যান কার্ড ইত্যাদি

Ration Card Correction Online কিভাবে করবেন?

১. প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ -এর হোম পেজে যাতে হবে,

- Advertisement -

২. এরপর RATION CARD অপশন দেখতে পাবেন, আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে,

৩. এরপর Apply for correction in the existing ration card অপশনে ক্লিক করতে হবে,

৪. এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখে SEND OTP বোতামে ক্লিক করতে হবে,

৫. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি লিখে PROCEED বোতামে ক্লিক করতে হবে,

৬. এরপর আপনার রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং রেশন কার্ডের নম্বর লিখে SEARCH বোতামে ক্লিক করতে হবে,

- Advertisement -

৭. ক্লিক করার পর একটি নতুন পেজ খুলে আসবে, যেখানে আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম দেখতে পাবেন,

৮. এরপর নিচের দিকে থাকা Apply for Form 5 এর অধীনে Apply Now বোতামে ক্লিক করতে হবে,

৯. পরবর্তী পেজে আপনার এবং অন্যান্য সমস্ত সদস্যের রেশন কার্ডের তথ্য দেখতে পাবেন এবং একেবারে নিচের দিকে দুটি অপশন দেখতে পাবেন, আপনি যদি রেশন কার্ডের ঠিকানা সহ অন্যান্য তথ্য সংশোধন করতে চান তবে Beneficiary Details and Address অপশনে ক্লিক করতে হবে আর যদি শুধুমাত্র ঠিকানা পরিবর্তন বা সংশোধন করতে চান তবে Only Beneficiary Address অপশনে ক্লিক করতে হবে,

১০. ক্লিক করার পর নিচের দিকে ফর্মটি খুলে আসবে, এখানে আপনি আপনার এবং আপনার পরিবারের অন্য সদস্যদের ভুল তথ্য সংশোধন করতে পারবেন,

১১. এরপর যার সংশোধন করতে চান তার সঠিক তথ্য লিখে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট আপলোড করতে হবে, সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আপলোড করতে পারেন,

১২. এরপর NEXT বোতামে ক্লিক করলেই নতুন একটি পেজ খুলে আসবে, আপনি যেসমস্ত তথ্য সংশোধন করেছেন তার প্রিভিউ শো হবে,

১৩. এরপর OTP ভেরিফাই করে SUBMIT OTP বোতামে ক্লিক করলেই আপনার রেশন কার্ড সংশোধনের আবেদন সফলভাবে সম্পন্ন হবে।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment