পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রাজ্যের বিদ্যুৎ দপ্তরে রয়েছে চাকরির সুযোগ। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL) এর তরফে মোট ৫ ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এই নিয়োগে আবেদন পদ্ধতি সহ বিস্তারিত খুঁটিনাটি জানতে এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন। (WBPDCL Recruitment 2023)
Advertisement No. | WBPDCL/Recruitment/2023/06 |
নিয়োগকারী সংস্থা | West Bengal Power Development Corporation Limited (WBPDCL) |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ১৬ অক্টোবর, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbpdcl.co.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
WBPDCL Recruitment 2023
১) পদের নাম –
- General Manager (Mining)
শূন্যপদের সংখ্যা –
এই পদে মোট ৩ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা –
UGC, AICTE দ্বারা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে Mining Engineering নিয়ে ৪ বছরের পূর্ণ সময়ের B.E. বা B.Tech. পাশ করে থাকতে হবে। সেইসঙ্গে কমপক্ষে ২০ বছরের সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা –
- সর্বোচ্চ বয়সসীমা – ৫৮ বছর।
- বয়স হিসেব করতে হবে ০১.০৯.২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন –
এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে১,৪৭,৩০০/- টাকা থেকে ২,০৪,৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
২) পদের নাম –
- Mines Manager
শূন্যপদের সংখ্যা –
এই পদে মোট ২ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা –
Mining Engineering নিয়ে Degree বা Diploma পাশ হতে হবে আবেদনকারী প্রার্থীদের। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা –
- সর্বোচ্চ বয়সসীমা – ৫৫ বছর।
- বয়স হিসেব করতে হবে ০১.০৯.২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন –
এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ৮২,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
৩) পদের নাম –
- Assistant Manager (Mining)
শূন্যপদের সংখ্যা –
এই পদে মোট ১২ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা –
Mining Engineering নিয়ে Degree বা Diploma পাশ হতে হবে আবেদনকারী প্রার্থীদের। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা –
- সর্বোচ্চ বয়সসীমা – ৫৫ বছর।
- বয়স হিসেব করতে হবে ০১.০৯.২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন –
এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ৬৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
৪) পদের নাম –
- Surveyor
শূন্যপদের সংখ্যা –
এই পদে মোট ৩ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা –
Survey Engineering নিয়ে Diploma পাশ হতে হবে আবেদনকারী প্রার্থীদের। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা –
- সর্বোচ্চ বয়সসীমা – ৫৫ বছর।
- বয়স হিসেব করতে হবে ০১.০৯.২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন –
এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ৪১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
৫) পদের নাম –
- Overman
শূন্যপদের সংখ্যা –
এই পদে মোট ৩ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা –
Mining Engineering নিয়ে Diploma পাশ হতে হবে আবেদনকারী প্রার্থীদের। সঙ্গে Overman সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা –
- সর্বোচ্চ বয়সসীমা – ৫৫ বছর।
- বয়স হিসেব করতে হবে ০১.০৯.২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন –
এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ৪১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ কলকাতা পুলিশে অষ্টম শ্রেণী পাশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি
WBPDCL Recruitment 2023
নির্বাচন পদ্ধতি (Selection Process)
আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য (Application Fees)
কোনো আবেদন ফি লাগবে না।
আবেদন প্রক্রিয়া (Apply Process)
- এখানে আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনে (Online)।
- আবেদন করার জন্য প্রার্থীদের www.wbpdcl.co.in ওয়েবসাইটে গিয়ে Career এ গিয়ে Employment Notifications সেকশনে গিয়ে Apply Online অপশনে ক্লিক করতে হবে।
- এরপর Register অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর লগইন করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে, সাবমিট করলে আবেদন সম্পূর্ন হবে।
দরকারি নথিপত্র (Required Documents)
এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –
- আধার কার্ড
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- অভিজ্ঞতার সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়
- কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়
গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)
এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া গত ২৫.০৯.২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৬.০৯.২০২৩ তারিখ পর্যন্ত।
**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)
📄 অফিসিয়াল নোটিফিকেশন | Download PDF |
✅ আবেদন লিংক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.wbpdcl.co.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –