Why is it important to PAN Aadhaar link

INB GURU

প্যান আধার লিঙ্ক করা কেন জরুরি, লিঙ্ক না করলে কি হবে, জানুন সমস্ত প্রশ্নের জবাব

বর্তমানে আধার কার্ড ও প্যান কার্ড এই দুটিই জরুরি ডকুমেন্টস হিসেবে ব্যবহার হয়ে থাকে। সেই কারণে PAN Aadhaar Link করা বাধ্যতামূলক। ইনকাম ট্যাক্স দপ্তরের নির্দেশ অনুযায়ী, প্যান আধার লিঙ্ক করার শেষ তারিখ আগামী ৩০ জুন, ২০২৩ করা হয়েছে। যদি আপনি এই তারিখের মধ্যে লিঙ্ক না করেন তাহলে আপনার প্যান কার্ড ১ জুলাই, ২০২৩ তারিখ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ আপনার বিভিন্ন জরুরি কাজ হয়ে যেতে পারে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে আপনাকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।

- Advertisement -

কাদের প্যান কার্ডে আধার লিঙ্ক করা জরুরি?

মার্চ ২০২২ এর সিবিডিটি তরফ থেকে জারি করা এক সার্কুলার অনুযায়ী ১ জুলাই ২০১৭ পর্যন্ত যেসমস্ত মানুষের প্যান কার্ড তৈরি হয়েছে তাদেরকে নিজের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক (PAN Aadhaar Link) করা জরুরি। যদি না লিঙ্ক করেন তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা একবার চেক করে নেওয়াই ভালো। যদি না থাকে তাহলে লিঙ্ক করে নিন।

কাদের প্যান কার্ডে আধার লিঙ্ক করা জরুরি নয়?

  • ৮০ বছর বা তার বেশি বয়সের যেকোনো ব্যক্তিকে তার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে না।
  • আসাম, মেঘালয় বা জম্মু ও কাশ্মীর এই সমস্ত রাজ্যে বসবাসকারী মানুষদের প্যান আধার লিঙ্ক করতে হবে না।
  • আয়কর আইন ১৯৬১ -এর নিয়ম অনুযায়ী একজন অনাবাসী ভারতীয় হন তাহলে প্যান আধার লিঙ্ক করতে হবে না।
  • যারা ভারতীয় নাগরিক নন তাদের প্যান কার্ডে আধার লিঙ্ক করতে হবে না।

যদি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করেন তাহলে কি হবে?

CBDT এর নির্দেশ অনুযায়ী যদি কোনো ব্যক্তি নিজের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না তাহলে তার প্যান কার্ড বাতিল হয়ে যাবে। প্যান কার্ড বাতিল বা নিষ্ক্রিয় হলে আপনি আপনার প্যান কার্ড আর কোথাও ব্যবহার করতে পারবেন না।

- Advertisement -

লিঙ্ক না করলে এই সমস্ত সমস্যা হবে

  • প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে আপনি আপনার আয়কর রিটার্ন দাখিল করতে সমস্যা হবে।
  • মুলতুবি রিটার্নের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
  • প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলে আপনার ট্যাক্স বেশি কাটতে পারে।
  • প্যান কার্ড ছাড়া কোনো ব্যাঙ্কে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
  • এছাড়াও ব্যাঙ্কিং এ কোনও প্রকারের লেনদেনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড KYC করার জন্য গুরুত্বপূর্ন ডকুমেন্ট।

কিভাবে PAN Aadhaar Link করবেন?

  1. প্রথমে আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক –
  2. হোমপেজে থাকা Link Aadhaar Status অপশনে ক্লিক করতে হবে।
  3. এরপর নতুন একটি পেজ খুলে আসবে।
  4. এখানে আপনাকে আপনার ১২ সংখ্যার আধার নম্বর এবং প্যান কার্ড সঠিকভাবে লিখতে হবে।
  5. এরপর Link Aadhaar Status অপশনে ক্লিক করতে হবে।
  6. ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। যদি লিঙ্ক না থাকে তাহলে Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে।
  7. এরপর আপনার ১২ সংখ্যার আধার কার্ডের নম্বর এবং প্যান কার্ডের নম্বর সঠিকভাবে লিখতে হবে।
  8. এরপর Validate অপশনে ক্লিক করতে হবে।
  9. এরপর প্যান নম্বর লিখে কনফার্ম প্যান নম্বর এবং মোবাইল নম্বর লিখে Continue অপশনে ক্লিক করতে হবে।
  10. আপনার মোবাইলে আসা OTP লিখে Continue অপশনে ক্লিক করতে হবে।
  11. এরপর তিনটি অপশন আসবে, এর মধ্যে আপনাকে Income Tax এর নীচে থাকা Proceed অপশনে ক্লিক করতে হবে।
  12. এরপর Assessment Year সিলেক্ট করতে হবে 2023-24
  13. Type of Payment সিলেক্ট করতে হবে Other Receipt (500)
  14. এরপর Continue অপশনে ক্লিক করে আবার Continue অপশনে ক্লিক করতে হবে।
  15. এরপর পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনাকে ১০০০ টাকা পেমেন্ট করতে হবে।
  16. এর প্রায় ৫-৭ দিনের মধ্যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক (PAN Aadhaar Link) হয়ে যাবে।

প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা জানুন

আপনি যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার আবেদন করে থাকেন তাহলে নিচের স্টেপ গুলির মাধ্যমে জানতে পারবেন আপনার প্যান আধার লিঙ্ক হয়েছে কিনা।

  • প্রথমে আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে যেতে হবে।
  • এরপর Link Aadhaar Status অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার প্যান কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর সঠিকভাবে লিখে সাবমিট করলে দেখতে পাবেন আপনার PAN Aadhar Link হয়েছে কিনা।

Skill India Registration Online 2023: এখন প্রতিটি বেকার যুবক যুবতী চাকরি পাবে, ভারত সরকার নতুন পোর্টাল চালু করেছে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment