UPI PIN Set Without ATM Card

INB GURU

ATM কার্ড ছাড়া UPI PIN সেট করুন, এই পদ্ধতিতে

UPI PIN Set Without ATM Card: যদি আপনি ATM Card ছাড়া UPI পিন বানাতে পারছেন না, তবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা এই নিবন্ধে আলোচনা করেছি যে, আপনি ATM Card ছাড়া কিভাবে আপনার আধার কার্ড দিয়ে UPI পিন সেট করবেন।

- Advertisement -

অনেকেই ভাবছেন UPI কি? UPI অর্থাৎ Unified Payment Interface পিন হলো উদাহরণস্বরূপ Paytm, Phonepe, Google Pay ইত্যাদি UPI অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর সময় 4 অংকের বা 6 অংকের সুরক্ষিত পিন লিখে টাকা পাঠাতে হয়। এই পিনকে বলা হয় UPI PIN.

অনেকের ATM কার্ড না থাকার কারণে এই UPI PIN বানাতে পারছিলেন না। কিন্তু এখন আমাদের নীচে দেওয়া স্টেপগুলো ফলো করে আপনি আপনার আধার কার্ড দিয়ে UPI পিন সেট করতে পারবেন।

- Advertisement -

আপনাকে বলে রাখি যে, আপনার আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে।

কিভাবে ATM কার্ড ছাড়া UPI পিন সেট করা সম্ভব?

  1. প্রথমে আপনাকে আপনার স্মার্টফোনে BHIM App ডাউনলোড বা ইনস্টল করতে হবে,
  2. ইনস্টল করার পর এই অ্যাপটি ওপেন করতে হবে,
  3. এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে, সেই সিম কার্ডটি সিলেক্ট করতে হবে,
  4. এরপর Proceed অপশনে ক্লিক করতে হবে,
  5. এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করতে হবে,
  6. এরপর Forgot UPI PIN অপশন পাবেন এই অপশনে ক্লিক করতে হবে,
  7. এরপর Aadhaar Number অপশনে ক্লিক করতে হবে,
  8. এরপর আপনার আধার কার্ডের নম্বর লিখে প্রসিড অপশনে ক্লিক করতে হবে,
  9. এরপর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে OTP আসবে, সেটি লিখে ভেরিফাই করতে হবে,
  10. এরপর আপনার পছন্দের UPI PIN সেট করতে হবে,
  11. সবশেষে, সাবমিট অপশনে ক্লিক করলে আপনার UPI PIN সেট হয়ে যাবে।

উপরের সমস্ত স্টেপস ফলো করে আপনি ATM কার্ড ছাড়া আধার কার্ড দিয়ে নিজের UPI PIN সেট করতে পারবেন।

এই ধরনের আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।

মাত্র 5 মিনিটে পেয়ে যান ফ্রিতে প্যান কার্ড, জেনে নিন আবেদন পদ্ধতি

Sukanya Samriddhi Yojana 2023: ভাবছেন টাকা বিনিয়োগ করবেন সুকন্যা সমৃদ্ধি যোজনাতে? তার আগে জেনে নিন এই নতুন আপডেটগুলি

- Advertisement -

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment