NCC করা আছে? তাহলে আপনার জন্য রয়েছে ভারতীয় সেনায় চাকরির সুযোগ

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন সুখবর। একাধিক শূন্যপদে ভারতীয় সেনায় প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিস্তারিত বিবরণ নিম্নরূপ।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
Advertisement No.
আবেদন মাধ্যমঅনলাইন
অনলাইন আবেদন শুরু৫ জুলাই, ২০২৩
অনলাইন আবেদন শেষ৩ আগস্ট, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটhttps://joinindianarmy.nic.in/
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Indian Army Recruitment For NCC Cadet

পদের নাম –

শর্ট সার্ভিস কমিশনের (SSC) অধীনে NCC পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগ করবে ভারতীয় সেনা।

শূন্যপদের সংখ্যা –

সব মিলিয়ে মোট ৫৫ টি শূন্যপদ রয়েছে।

পুরুষ – ৫০ জন এবং মহিলা – ৫ জন প্রার্থী নিয়োগ করা হবে।

শিক্ষাগত সহ অন্যান্য যোগ্যতা –

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম ৫০% নম্বর নিয়ে স্নাতক পাশ করে থাকতে হবে।
  • NCC সার্টিফিকেট পরীক্ষায় নূন্যতম B গ্রেড প্রাপ্ত হওয়া উচিত।
  • NCC -এর সিনিয়র ডিভিশন/ উইংয়ে নূন্যতম ২ বা ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • শুধুমাত্র অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ১৯ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ২৫ বছর।
  • বয়স হিসেব করতে হবে ০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী।

বেতন –

নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ৫৬,১০০/- টাকা থেকে ১,৭৭,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।

নতুন চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ITBP-তে কনস্টেবল নিয়োগ, ৪৫৮ টি শূন্যপদ রয়েছে

আবেদন প্রক্রিয়া (Apply Process)

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে https://joinindianarmy.nic.in/ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Officer Entry Apply/ Login’ অপশনে Registration করতে হবে। রেজিস্ট্রেশন করার পর লগইন করে অনলাইন আবেদন ফর্ম ফিলাপ করে সাবমিট করতে হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের তারিখ, সময়, ঠিকানা এবং অন্যান্য তথিগুলি ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

যোগ্য প্রার্থীদের চেন্নাইয়ে ৪৯ সপ্তাহের ট্রেনিং দেওয়া হবে । তারপর ১৪ বছরের মেয়াদে নিযুক্ত করা হবে প্রার্থীদের। তবে কাজের ভিত্তিতে পরে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে।

আবেদন মূল্য (Application Fees)

বিজ্ঞপ্তিতে আবেদন মূল্য সম্পর্কে কিছু উল্লেখ নেই।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া গত ৫ জুলাই, ২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে। এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ হলো আগামী ৩ আগস্ট, ২০২৩ তারিখ।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিশDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটhttps://joinindianarmy.nic.in/
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔥 কলকাতায় অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পাশে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ৮ হাজার থেকে ১৬ হাজার টাকা

🔥 রাজ্যের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে কর্মী নিয়োগ, কোন পদে নিয়োগ?

🔥 কেন্দ্রীয় জাহাজ নির্মাণ সংস্থায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, ৩০০ টি শূন্যপদ

🔥 IISC বেঙ্গালুরুতে কাজের সুযোগ, আবেদন চলবে আগামী 23 জুলাই পর্যন্ত

🔥 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে প্রশিক্ষণের সুযোগ, প্রতিমাসে ১৮ – ২৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।