Cochin Shipyard Limited Recruitment 2023

INB GURU

কেন্দ্রীয় জাহাজ নির্মাণ সংস্থায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, ৩০০ টি শূন্যপদ, বেতন ২৩ হাজার টাকা থেকে শুরু

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। Cochin Shipyard Limited (CSL) সংস্থার পক্ষ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৩০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সারা ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পদের নাম, আবেদন পদ্ধতি সহ এই নিয়োগের বিস্তারিত বিবরণ নীচে দেওয়া হয়েছে। আপনাদের সুবিধার্থে এই প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত লিঙ্ক প্রদান করা হয়েছে।

- Advertisement -
Advertisement No.
নিয়োগকারী সংস্থাCochin Shipyard Limited (CSL)
পদের নামবিভিন্ন পদ
মোট শূন্যপদ৩০০ টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ২৮ জুলাই, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.cochinshipyard.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Cochin Shipyard Limited Recruitment 2023

পদের নাম –

এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হলো –

  • Sheet Metal Worker
  • Welder
  • Fitter
  • Mechanic Diesel
  • Mechanic Motor Vehicle
  • Plumber
  • Painter
  • Electrician
  • Electronic Mechanic
  • Instrument Mechanic
  • Shipwright Wood

শূন্যপদের সংখ্যা –

এই নিয়োগে সব মিলিয়ে মোট ৩০০ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নীচে দেওয়া হলো –

- Advertisement -
Cochin Shipyard Limited Recruitment 2023

নতুন চাকরির খবরঃ এয়ারপোর্টে ৩০০ বেশি শূন্যপদে কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা –

এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকতে হবে।

বয়সসীমা –

২৮.০৭.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

মাসিক বেতন –

এখানে নির্বাচিত প্রার্থীদের প্রথম বছর ২৩,০০০/- টাকা, দ্বিতীয় বছর ২৪,০০০/- টাকা এবং তৃতীয় বছর ২৪,৮০০/- টাকা প্রতিমাসে টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

এখানে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে –

- Advertisement -
  • প্রথমে আপনাকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.cochinshipyard.in এ গিয়ে Career page → CSL, Kochi অপশনে ক্লিক করতে হবে। (তবে আবেদনকারী প্রার্থীরা এই প্রতিবেদনের নীচে দেওয়া Apply Now লিংকে ক্লিক করে আবেদন পেজে যেতে পারেন।)
  • এরপর আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর আবেদন ফি পেমেন্ট করতে হবে।
  • সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।
  • আবেদন শেষে রেজিস্ট্রেশন ফর্মটি প্রিন্ট আউট বের করে সঙ্গে রাখবেন।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো –

  • পরিচয়পত্র,
  • বয়সের প্রমাণপত্র,
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট,
  • জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়),
  • বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি,
  • আরও অন্যান্য নথি।

নতুন চাকরির খবরঃ কলকাতায় অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পাশে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১৬ হাজার টাকা

নির্বাচন পদ্ধতি (Selection Process)

Online Test এবং Practical Test এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fees)

সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের ৬০০/- টাকা আবেদন মূল্য দিতে হবে। SC/ ST/ PwBD প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না। আবেদন মূল্য জমা করতে হবে অনলাইনের মাধ্যমে Debit Card/ Credit Card/ Internet Banking/ Wallet/ UPI ইত্যাদি ব্যবহার করে।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া গত ১৪.০৭.২০২৩ অর্থাৎ ১৪ জুলাই, ২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে। এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ হলো আগামী ২৮.০৭.২০২৩ অর্থাৎ ২৮ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিশDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.cochinshipyard.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 MORE JOBS UPDATECLICK HERE

🔥 রাজ্যে AIIMS কল্যাণীতে কর্মখালি, প্রতিমাসে বেতন ২৬ হাজার টাকা

🔥 রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি

🔥 AIIMS এ গ্রুপ – B ও C পদে ৭৭৫ টি শূন্যপদে নিয়োগ

🔥 রাজ্যের IIT খড়গপুরে ১৫৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ

🔥 মেধাবীদের জন্য বিশ্ববীণা স্কলারশিপ, আবেদন করলে পাবেন ১৫০০০ টাকা

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment