Biswabina Scholarship

INB GURU

Biswabina Scholarship 2023 – মেধাবীদের জন্য বিশ্ববীণা স্কলারশিপ, আবেদন করলে পাবেন ১৫০০০ টাকা

সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাও দরিদ্র মেধাবী পড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা করে থাকে। যাতে পড়ুয়ারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। অর্থের অভাবের কারণে যাতে পড়াশোনায় বাধা না হয়ে দাঁড়ায়, সেই লক্ষ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বৃত্তি প্রদান করে থাকে। এর পাশাপাশি কিছু কিছু বেসরকারি সংস্থাও রয়েছে, যারা গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। যাতে দরিদ্র মেধাবী পড়ুয়ারা আর্থিক সহায়তা পেয়ে তাদের উচ্চশিক্ষা গ্রহণ বাধাহীন ভাবে চালিয়ে যেতে পারে। আজকের এই প্রতিবেদনে আমরা এমন এক প্রাইভেট স্কলারশিপ ‘Biswabina Foundation Scholarship’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি।

- Advertisement -

Biswabina Scholarship 2023 – Overview

স্কলারশিপ প্রদানকারী কর্তৃপক্ষবিশ্ববীণা ফাউন্ডেশন
স্কলারশিপের নামবিশ্ববীণা ফাউন্ডেশন স্কলারশিপ
স্কলারশিপের ধরনপ্রাইভেট স্কলারশিপ
যোগ্যতাউচ্চমাধ্যমিক পাশ
আবেদন শুরুর তারিখইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদনের শেষ তারিখ৩০ আগস্ট, ২০২৩
স্কলারশিপের পরিমাণ১৫,০০০ টাকা পর্যন্ত
অফিসিয়াল ওয়েবসাইটbiswabinafoundation.in
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Now
গুগল নিউজে পড়ুনVisit Now

বিশ্ববীণা স্কলারশিপ কি? (Biswabina Foundation Scholarship 2023)

বিশ্ববীনা স্কলারশিপ (Biswabina Scholarship) হলো একটি মেধা ভিত্তিক স্কলারশিপ। যা দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সাহায্য প্রদান করে। এই স্কলারশিপটি বিশ্ববীনা ফাউন্ডেশন (Biswabina Foundation) দ্বারা পরিচালিত। যে সকল পড়ুয়ারা উচ্চমাধ্যমিক পাশ করে এই বছর নতুন কলেজে ভর্তি হয়েছে বা হতে চলেছে, তারাই Biswabina Foundation Scholarship এ আবেদন করতে পারবে। যা পড়াশোনার পাশাপাশি টিউশন ফি, থাকা খাওয়ার খরচ ও অন্যান্য সম্পর্কিত খরচে সাহায্য করবে।

বিশ্ববীণা স্কলারশিপে আবেদনের যোগ্যতা (Eligibility Criteria)

এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের উচ্চমাধ্যমিক পাশ সহ আরো কয়েকটি যোগ্যতা পূরণ করতে হবে, সেগুলি হলো –

- Advertisement -
  • ছাত্র-ছাত্রীর পরিবারকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • কমপক্ষে ৮০ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজে পূর্ণ সময়ের জন্য স্নাতক (UG) বা স্নাতকোত্তর (PG) কোর্সে ভর্তি হতে হবে।

রিনিউয়ালের ক্ষেত্রে

রিনিউয়ালের ক্ষেত্রে আবেদনকারীদের তাদের পূর্ববর্তী পরীক্ষার কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে।

স্কলারশিপের কত টাকা দেওয়া হবে?

Biswabina Scholarship এ একজন পড়ুয়াকে ১৫,০০০/- টাকা বৃত্তি প্রদান করা হয়।

আরও পড়ুন – শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনলাইন আবেদন, কারা পাবে এই বৃত্তি? জেনে নিন বিস্তারিত

বিশ্ববীণা স্কলারশিপ কিভাবে আবেদন করবেন? (Application Process of Biswabina Scholarship)

বিশ্ববীণা স্কলারশিপের জন্য আবেদন করার জন্য অনলাইন প্রক্রিয়া উপলব্ধ নেই, তাই সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিশ্ববীণা স্কলারশিপ আবেদন ফর্ম এর ডাউনলোড লিঙ্ক এই প্রতিবেদনের নীচে পেয়ে যাবেন। সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে।

এরপর আবেদন ফর্মে ছাত্র বা ছাত্রীর নাম, জন্ম তারিখ, কাস্ট, বাবার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর, পড়াশোনার যাবতীয় তথ্য পূরণ করতে হবে।

- Advertisement -

এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে বিশ্ববীনা ফাউন্ডেশন এর নির্দিষ্ট ঠিকানায় স্পীড পোস্ট বা সশরীরে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা নীচে উল্লেখ করা হয়েছে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Biswabina Foundation M/9,
Bidhannagar (Near Lalkuthi),
P.O.- Midnapore,
Dist.- Paschim Medinipur,
PIN- 721101

প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents)

  • পড়ুয়ার আধার কার্ড, রেশন কার্ডের জেরক্স কপি
  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিটের জেরক্স কপি
  • জন্ম সার্টিফিকেটের জেরক্স কপি
  • কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • পারিবারিক আয়ের প্রমাণপত্র (ইনকাম সার্টিফিকেট)
  • চলতি শিক্ষবর্ষের কলেজ/ বিশাবিদ্যালেয়ের ফি রশিদের জেরক্স কপি
  • ব্যাঙ্ক পাশবুকের জেরক্স কপি
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি

আবেদনের সময়সীমা

প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর Biswabina Scholarship এর আবেদন প্রক্রিয়া শুরু হয়। সেই অনুযায়ী এবছর এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যে সকল পড়ুয়ারা ইতিমধ্যেই কলেজে ভর্তি হয়েছে, তারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ আগস্ট, ২০২৩ তারিখ পর্যন্ত। ইন্টারভিউয়ের তারিখ পরবর্তীতে জানানো হবে বিশ্ববীণা ফাউন্ডেশনের তরফে।

যোগাযোগ99330 68844
অফিসিয়াল ইমেইল এড্রেসfoundationbiswabina@gmail.com
অফিসিয়াল ওয়েবসাইটbiswabinafoundation.in
আবেদন ফর্মDownload

FAQ’s – Biswabina Foundation Scholarship 2023

প্রশ্ন – বিশ্ববীণা স্কলারশিপ এটি সরকারি / প্রাইভেট স্কলারশিপ?

উত্তর – এটি একটি প্রাইভেট স্কলারশিপ। এই স্কলারশিপ বিশ্ববীণা ফাউন্ডেশন দ্বারা পরিচালিত।

প্রশ্ন – বিশ্ববীণা স্কলারশিপে কত টাকা পেতে পারি?

উত্তর – এই স্কলারশিপে ১৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রশ্ন – বিশ্ববীণা স্কলারশিপে আবেদনের শেষ তারিখ কবে?

উত্তর – আগামী ৩০ আগস্ট, ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

প্রশ্ন – বিশ্ববীণা স্কলারশিপে কিভাবে আবেদন করবো?

উত্তর – এই স্কলারশিপ এর জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া উপরে দেওয়া হয়েছে।

🔥 WB Caste Certificate Apply Online – এখন ঘরে বসেই কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, জেনে নিন সম্পূর্ন পদ্ধতি।

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment