কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা চালু করা হয়েছে। Pradhan Mantri Mandhan Yojana ঘোষনা করা হয়েছিল ৩১ মার্চ ২০১৯ সালে। ভারতের সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এই যোজনার আওতায় রয়েছে। যেকোন কৃষকের ৬০ বছর বয়স পূর্ণ হলে এই যোজনার অনুসারে উক্ত কৃষককে ৩০০০ টাকা করে প্রতি মাসে অনুদান প্রদান করা হবে। যেসমস্ত কৃষকের ২ হেক্টরের কম চাষযোগ্য জমি রয়েছে তারাই কেবলমাত্র প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অধীনে আবেদন জানাতে পারবেন।
প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় আবেদনের যোগ্যতা
- এই যোজনার অধীনে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত হতে হবে,
- আবেদনকারী কৃষকের চাষযোগ্য জমি ২ হেক্টরের কম থাকতে হবে,
- ভারতের সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এই যোজনার অধীনে আবেদন জানাতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস
- আবেদনকারীর আধার কার্ড,
- ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস,
- মোবাইল নম্বর ইত্যাদি
কিভাবে আবেদন করবেন?
- এই যোজনার অধীনে আবেদন করার জন্য আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট এ আসতে হবে,
- এরপর ডানদিকে থাকা মেনু বারে ক্লিক করে Services অপশনে ক্লিক করতে হবে,
- ক্লিক করার পর New Enrollment অপশনে ক্লিক করতে হবে,
- এরপর নতুন একটি পেজ খুলে আসবে, যেখানে তিনটি অপশন দেখতে পাবেন,
- এর মধ্যে থেকে আপনাকে Self Enrollment অপশনে ক্লিক করতে হবে,
- এরপর নতুন পেজ খুলে আসবে,
- আপনাকে আপনার মোবাইল নম্বর লিখে Proceed অপশনে ক্লিক করতে হবে,
- এরপর আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি লিখে ভেরিফাই করতে হবে,
- এরপর এর ফর্ম খুলে আসবে,
- এখানে আপনার নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য লিখতে হবে,
- সবশেষে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।
😊 - সন্তুষ্ট, ☹️ - অসন্তুষ্ট, 😡 - ক্ষুব্ধ
আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।