Sukanya Samriddhi Yojana 2023

INB GURU

Sukanya Samriddhi Yojana 2023: ভাবছেন টাকা বিনিয়োগ করবেন সুকন্যা সমৃদ্ধি যোজনাতে? তার আগে জেনে নিন এই নতুন আপডেটগুলি

Sukanya Samriddhi Yojana 2023: ভারত সরকার দ্বারা আপনার কন্যা সন্তানের উজ্জ্বল ভবিষ্যত নির্মাণের ক্ষেত্রে এক নতুন প্রকল্প কার্যকরী  করেছে। এই প্রকল্পটি হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। এই যোজনার বিস্তারিত তথ্য আপনাকে প্রদান করবো যাতে আপনি এই যোজনায় খুব সহজে আবেদন করতে পারেন এবং এর সম্পূর্ন সুবিধা পেতে পারেন।

- Advertisement -

আপনাকে বলে রাখি যে, সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) আবেদন করার জন্য আপনাকে কিছু যোগ্যতা এবং নথি পূরণ করতে হবে। যার বিস্তারিত তথ্য নীচে আলোচনা করেছি।

সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা এবং বৈশিষ্ট্য

  • Sukanya Samriddhi Yojana আবেদনের ক্ষেত্রে আপনার কন্যা সন্তানের বয়স 10 বছরের কম হতে হলেই তবেই আপনি আপনার কন্যার নামে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  • আপনি এই যোজনার অধীনে অভিভাবকেরা প্রত্যেক বছরে নূন্যতম ২৫০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।
  • এই যোজনার অধীনে আপনাকে আপনার জমার পরিমাণের উপর ৭.৬ শতাংশ সুদের হার দেওয়া হয়ে থাকে।
  • এই যোজনায় বিনিয়োগের ক্ষেত্রে আয়করের উপর ৮০সি (80C) ধারায় বিশেষ ছাড় পাওয়া যায়।
  • সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে অ্যাকাউন্ট আপনি ভারতের পোস্ট অফিস বা যেকোনও স্বীকৃত ব্যাঙ্ক থেকে খুলতে পারবেন।
  • সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে যেকোনো পিতা অথবা মাতা তার কন্যা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ১৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেতে পারেন। তবে আপনি কত টাকা ফেরত পাবেন এটি নির্ভর করে আপনি কত টাকা কত দিনের জন্য বিনিয়োগ করেছেন।
  • এই যোজনায় ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন।
  • আপনার কন্যা সন্তানের বয়স ২১ বছর হলে এই যোজনার সম্পূর্ণ টাকা পেয়ে উক্ত কন্যার পড়াশোনা বা বিয়ের জন্য বা কোনো ব্যবসার কাজে লাগাতে পারেন।

উপরের সমস্ত পয়েন্টের মাধ্যমে সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা এবং বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

- Advertisement -

সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা

  • Sukanya Samriddhi Yojana আবেদনের ক্ষেত্রে কন্যা সন্তানের বয়স ১০ বছরের কম হতে হবে।
  • কন্যা সন্তানের পিতা মাতা ভারতের নিবাসী হতে হবে।
  • পিতা মাতা তার দুটি জন্য সন্তানের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  • এমনকি প্রথমবার কন্যা সন্তানের জন্মের পর দ্বিতীয়বার যদি যমজ কন্যা সন্তানের জন্ম হয় তবে এই তিনটি কন্যা সন্তানের জন্ম সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন।

PM Mudra Yojana: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় আবেদন করুন এবং সরকার আপনার ব্যবসার ভার বহন করবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আধার কার্ড,
  • প্যান কার্ড,
  • ভোটার কার্ড,
  • কন্যা সন্তানের জন্ম শংসাপত্র,
  • কন্যা সন্তানের পিতা অথবা মাতার বা অভিভাবকের পরিচয় পত্র,
  • পাসপোর্ট সাইজের ফটো,
  • সক্রিয় মোবাইল নম্বর,
  • ব্যাংক অ্যাকাউন্টের পাশ বই,
  • যমজ সন্তানের ক্ষেত্রে মেডিক্যাল সার্টিফিকেট,

সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন?

  • Sukanya Samriddhi Yojana অধীনে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে আপনার নিকটবর্তী পোস্ট অফিস বা যেকোনও স্বীকৃত ব্যাঙ্কে যেতে হবে,
  • ওখানে গিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে,
  • এরপর আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে,
  • আবেদন ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করতে হবে,
  • সবশেষে, আবেদন ফর্ম সহ প্রয়োজনীয় ডকুমেন্টস ওই পোস্ট অফিস বা ব্যাঙ্কে জমা করতে হবে।

উপরের সমস্ত স্টেপস ফলো আপনি আপনার কন্যা সন্তানের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এর সম্পূর্ন সুবিধা পেতে পারেন।

Important Links

More InformationClick Here
Join Our Telegram ChannelJoin Now

বাড়িতে বসে SBI KYC আপডেট করুন, জেনে নিন সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া

নতুন ভোটার লিস্টে আপনার নাম রয়েছে তো? এখনই দেখে নিন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment