WB Caste Certificate Apply Online

INB GURU

WB Caste Certificate Apply Online – এখন ঘরে বসেই কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, জেনে নিন সম্পূর্ন পদ্ধতি।

WB Caste Certificate Apply Online: আপনি কাস্ট সার্টিফিকেট বানাতে চান? কিন্তু জানেন না যে কিভাবে কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র বানাবেন। এখন আপনি বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে জাতি শংসাপত্রের জন্য আবেদন করতে পারবেন। যার সম্পূর্ন পদ্ধতি এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করেছি।

- Advertisement -

WB Caste Certificate Apply Online করার প্রয়োজনীয় নথি

  • আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড / প্যান কার্ড / মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইত্যাদি।
  • আয় সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজের ফটো।
  • আরও অন্যান্য নথির প্রয়োজন হবে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জেনে নিন।

এখন ঘরে বসে অনলাইনে করুন নিজের আধার কার্ড সংশোধন, রইলো বিস্তারিত পদ্ধতি।

WB Caste Certificate Apply Online আবেদন পদ্ধতি

১) WB Caste Certificate Apply Online করার জন্য প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট https://castcertificatewb.gov.in/ -এর হোম পেজে যেতে হবে।

- Advertisement -

২) হোম পেজে যাওয়ার পর অনেকগুলি অপশন দেখতে পাবেন, এর মধ্যে আপনাকে Apply for SC/ST/OBC অপশনে ক্লিক করতে হবে।

৩) ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজে এর আবেদন ফর্ম খুলে আসবে।

৪) সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

৫) প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।

৬) আপলোড করার পর Submit বোতামে ক্লিক করতে হবে।

- Advertisement -

৭) এরপর Acknowledgement Slip পাবেন এটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

৮) প্রিন্ট করার পর যেখানে যেখানে সাক্ষর করার জায়গা রয়েছে সেখানে সেখানে সাক্ষর করতে হবে।

৯) এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে B.D.O/S.D.O অফিসে জমা করতে হবে।

WB Caste Certificate Apply Online Status Check কিভাবে করবেন?

১) WB Caste Certificate Apply Online Status Check করার জন্য প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট https://castcertificatewb.gov.in/ -এর হোম পেজে যেতে হবে।

২) এরপর Application Check অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর আপনার Application Number সঠিকভাবে লিখতে হবে।

৪) এরপর Search অপশনে ক্লিক করতে হবে।

৫) ক্লিক করার পর আপনার কাস্ট সার্টিফিকেট আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন।

স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন? নাম গৃহীত হয়েছে কিনা চেক করুন।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ

Official WebsiteClick Here
Application Status Check LinkClick Here
Join Telegram ChannelJoin Now

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment