Aadhaar Card Correction Online from Home

INB GURU Desk

এখন ঘরে বসে অনলাইনে করুন নিজের আধার কার্ড সংশোধন, রইলো বিস্তারিত পদ্ধতি।

- Advertisement -

Aadhaar Card Correction Online from Home : ভারতে 2010 সালে প্রথম আধার কার্ড UIDAI দ্বারা কার্যকরী করা হয়। আধার কার্ড অন্যান্য গুরুত্বপূর্ন নথিগুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি। এই নথি ভারতের নাগরিকদের পরিচয় পত্র নথি হিসেবে ব্যবহার করা হয়। এই নথি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, স্কুল কলেজে ভর্তি হতে, কোনো প্রকল্পের সুবিধা পেতে এছাড়াও অন্যান্য ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে।

অনেক সময় আমাদের আধার কার্ডে কোনো কারণে বিভিন্ন তথ্যে ভুল থাকে। যেমন নিজের নাম, জন্ম তারিখ, বাবার নাম, ঠিকানা, লিঙ্গ ইত্যাদি। তাই এই সমস্ত তথ্যগুলির ভুলের কারণে বিভিন্ন ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার সমাধানে আমরা এই প্রতিবেদনে আধার কার্ডে তথ্য সংশোধন করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

আপনাদের বলে রাখি যে, বাড়িতে বসে মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে আপনার নিজের আধার কার্ড সংশোধন করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। তবেই আপনি পোর্টালে OTP ভেরিফাই করে লগইন করে আধার সংশোধনের প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন।

যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, তবে নিচের লিঙ্কে ক্লিক করে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার পদ্ধতি জেনে নিন –

আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন কিভাবে? জেনে নিন সহজ উপায়

অনলাইনে আধার কার্ড সংশোধন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে নিজের আধার কার্ড সংশোধন করার জন্য আপনাকে নিচের ডকুমেন্টগুলির প্রয়োজন হবে –

  • আধার কার্ড
  • আধার রেজিষ্টার মোবাইল নম্বর
  • একটি মোবাইল ফোন অথবা কম্পিউটার

অনলাইনে আধার কার্ডে কি কি তথ্য সংশোধন করতে পারবেন?

বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনি আপনার নিজের আধার কার্ডে এই সমস্ত তথ্য সংশোধন বা পরিবর্তন (Aadhaar Card Correction Online from Home) করতে পারবেন –

  • নিজের নাম
  • জন্ম তারিখ
  • ঠিকানা
  • বাবার নাম
  • লিঙ্গ

অনলাইনে আধার কার্ড সংশোধন করবেন কিভাবে?

  1. অনলাইনে আধার কার্ড সংশোধন করার জন্য আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ -এ যেতে হবে।
  2. এরপর Login অপশনে ক্লিক করতে হবে।
  3. লগইন অপশনে ক্লিক করার পর আপনার আধার নম্বর লিখে OTP ভেরিফাই করে পোর্টালে লগইন করতে হবে।
  4. লগইন করার পর Online Update Services অপশনে ক্লিক করতে হবে।
  5. এরপর নতুন একটি পেজ খুলে আসবে। সেখানে Update Aadhaar Online অপশনে ক্লিক করতে হবে।
  6. এরপর আপনার আধার কার্ডে যে সমস্ত তথ্য সংশোধন করতে চান তা সিলেক্ট করতে হবে।
  7. এরপর Proceed অপশনে ক্লিক করতে হবে।
  8. এরপর সঠিকভাবে তথ্য পূরণ করতে হবে।
  9. পূরণ করার জন্য Supporting Document আপলোড করতে হবে।
  10. এরপর Proceed অপশনে ক্লিক করলে পেমেন্ট পেজ খুলে আসবে।
  11. আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে। আপনার পছন্দের পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্টটি সম্পন্ন করতে হবে।
  12. পেমেন্ট করার পর আপনি Acknowledgement Slip পাবেন পাবেন, এটি ডাউনলোড করে প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে।
  13. পরে এই স্লিপে থাকা SRN Number দিয়ে আধার কার্ড সংশোধনের স্ট্যাটাস চেক করতে পারবেন।

WB Ration WhatsApp Services – পশ্চিমবঙ্গ সরকার রেশন কার্ডধারীদের সমস্ত সমস্যার সমাধানের জন্য হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করলো, সম্পূর্ন তথ্য জেনে নিন।

আধার কার্ড আপডেট স্ট্যাটাস চেক করবেন কিভাবে?

আধার কার্ড আপডেট সম্পন্ন হয়েছে কিনা জানতে নিচের স্টেপ গুলি ফলো করতে হবে –

  1. প্রথমে আপনাকে uidai.gov.in ওয়েবসাইটের হোম পেজে যেতে হবে।
  2. এরপর Update Aadhaar সেকশনের মধ্যে থাকা Check Aadhaar Update Status অপশনে ক্লিক করতে হবে।
  3. এরপর SRN Number লিখে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ড আপডেট বা সংশোধন স্ট্যাটাস দেখতে পাবেন।

Important Links

Aadhaar Card Correction Direct LinkClick Here
Aadhaar Card Update Status CheckClick Here

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Telegram
Share.

Leave a Comment

Notification Powered by inbPush