India Post GDS Result 2023

INB GURU

India Post GDS Result 2023: আজই প্রকাশিত হলো GDS 2023 মেরিট লিস্ট, কারা কারা চাকরি পেলেন, লিস্ট থেকে নাম দেখুন

India Post GDS Result 2023: আজ অর্থাৎ ১১ মার্চ, ২০২৩ সন্ধ্যায় ইন্ডিয়া পোস্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলো মেরিট লিস্ট (Merit List)। মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে তৈরি মেরিট অনুযায়ী এই তালিকা প্রকাশ করা হয়।

- Advertisement -

গ্রামীণ ডাক সেবক বিভাগে মোট শূন্যপদের সংখ্যা ছিল ৪০,৮৯৯ টি। এর মধ্যে পশ্চিমবঙ্গের মোট শূন্য পদ ছিল ২১২৭ টি। ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক অনুযায়ী প্রার্থীদের নাম এবং মেরিট লিস্ট প্রকাশ করা হয়। PDF এ পশ্চিমবঙ্গের মোট ২১২৫ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে।

একই সঙ্গে বহু সংখ্যক প্রার্থীদের ভিড়ের কারণে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে। ফলে প্রার্থীদের মেরিট লিস্ট (Merit List) ডাউনলোড করতে অসুবিধা হচ্ছিল।

- Advertisement -

আপনি নিচের স্টেপগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গের মেরিট লিস্ট ডাউনলোড করতে পারেন অথবা নীচে দেওয়া ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।

কিভাবে মেরিট লিস্ট ডাউনলোড করবেন?

  • প্রথমে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in/ -এর হোম পেজে যেতে হবে।
  • এরপর Candidate’s Corner -এ থাকা Shortlisted Candidates অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর West Bengal -এ ক্লিক করতে হবে।
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে PDF ফাইল ডাউনলোড হয়ে যাবে।
  • পিডিএফ ফাইল ওপেন করে নিজের নাম খুঁজে নিতে পারেন।

অথবা নিচের Direct Link এ ক্লিক করে West Bengal এর লিস্ট ডাউনলোড করতে পারেন।

যে সকল প্রার্থীরা নির্বাচিত হয়েছেন তাদের ইমেইল এবং মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে আপনারা আগে থেকে প্রকাশিত লিস্টের PDF ডাউনলোড করে নিজেদের নাম খুঁজে নিতে পারবেন।

প্রসঙ্গত, এই লিস্টে নাম থাকা মানেই চাকরি না। এরপরে ডকুমেন্ট যাচাইকরণ করার পর যোগ্য প্রার্থীদের চাকরিতে নিযুক্ত করা হবে।

WB Ration WhatsApp Services – পশ্চিমবঙ্গ সরকার রেশন কার্ডধারীদের সমস্ত সমস্যার সমাধানের জন্য হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করলো, সম্পূর্ন তথ্য জেনে নিন।

- Advertisement -

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment