Sauchalay Yojana Apply

INB GURU

Sauchalay Yojana Apply: বাড়িতে বসে আবেদন করুন প্রধানমন্ত্রী শৌচালয় যোজনায়। জেনে নিন বিস্তারিত পদ্ধতি।

Sauchalay Yojana Apply: কেন্দ্রীয় সরকারের তরফে দারিদ্র্য এবং পিছিয়ে পড়া সেই সমস্ত শ্রেণীর মানুষদের পাকা শৌচালয় নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার (Sauchalay Yojana Apply) অধীনে অনুদান প্রদান করা হয়ে থাকে। তাই আমরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানাবো যে, কিভাবে পাকা শৌচালয় নির্মাণের জন্য আবেদন করবেন।

- Advertisement -

পাকা শৌচালয় নির্মাণের জন্য কত টাকা দেওয়া হয়?

প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার অধীনে পাকা শৌচালয় নির্মাণের জন্য ১২,০০০ টাকা অনুদান প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার অধীনে আবেদন পদ্ধতি

  • Sauchalay Yojana Apply করার জন্য আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটের রেজিস্ট্রেশন পেজে আসতে হবে, যার সমস্ত লিঙ্ক নীচে দেওয়া।
  • এরপর আপনাকে Registration করতে হবে,
  • এর জন্য মোবাইল নম্বর, নাম, জেন্ডার, ঠিকানা, রাজ্য ইত্যাদি তথ্য পূরণ করে Submit করতে হবে,
  • রেজিস্ট্রেশন করার পর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে Login করতে হবে,
  • এরপর New Application অপশনে ক্লিক করতে হবে,
  • ক্লিক করার পর আবেদন ফর্ম খুলে আসবে,
  • এখানে আপনার রাজ্য, ব্লক, জেলা, গ্রাম এবং অন্যান্য তথ্য সঠিকভাবে লিখতে হবে,
  • এরপর পিতা বা স্বামীর নাম লিখে আধার নম্বর লিখে ভেরিফাই করতে হবে,
  • এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ লিখতে হবে,
  • সবশেষে, Submit অপশনে ক্লিক করতে হবে,
  • সাবমিট করলেই আপনার আবেদন প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হবে।

Note: মেসেজের মাধ্যমে যদি User ID এবং Password না পেয়ে থাকেন। তবে পোর্টালে লগইন করার ক্ষেত্রে User ID হবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড হবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরের শেষ চারটি সংখ্যা।

- Advertisement -

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি

  • আবেদনকারীর আধার কার্ড,
  • ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ,
  • মোবাইল নম্বর,

আবেদনের স্ট্যাটাস চেক কিভাবে করবেন?

  • প্রথমে আপনাকে এই পোর্টালে Login করতে হবে,
  • এরপর মেনু বারে ক্লিক করে View Application Status অপশনে ক্লিক করতে হবে,
  • এরপর আপনি দেখতে পাবেন আপনার আবেদনের স্ট্যাটাস।

Important Links

Official WebsiteClick Here
Registration Page LinkClick Here
Login Page LinkClick Here
Join Our Telegram ChannelJoin Now

ডাউনলোড করুন নিজের ডিজিটাল ভোটার কার্ড। জেনে নিন পদ্ধতি

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment