Aadhaar Card Correction

INB GURU

আধার কার্ড সংশোধন করুন, অনলাইন নতুন পদ্ধতির মাধ্যমে

আধার কার্ড ভারতের নাগরিকের পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়। আধার কার্ড যেকোনো নাগরিকের কোথাও না কোথাও প্রয়োজন হয়ে থাকে। কোনো সরকারি বা বেসরকারি চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে, কোনো প্রকল্পের অধীনে সুবিধা পেতে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, স্কুল কলেজে ভর্তি হতে, সবই জায়গায় আধার কার্ডের প্রয়োজন পড়ে। কিন্তু আপনার আধার কার্ডে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ ভুল থাকলে পরে সমস্যার সম্মুখীন হতে হয়। এর জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আমরা এই প্রতিবেদনে কিভাবে অনলাইনের মাধ্যমে আধার কার্ডের নাম, জন্ম তারিখ, ঠিকানা সংশোধন করবেন তার বিস্তারিত আলোচনা করতে চলেছি।

- Advertisement -

অনলাইনে আধার কার্ডে কোন কোন তথ্য সংশোধন করতে পারবেন?

  • নাম,
  • জন্ম তারিখ,
  • ঠিকানা,
  • জেন্ডার,
  • বাবা / স্বামীর নাম

আধার কার্ড সংশোধন করতে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে?

অনলাইনে আধার কার্ড সংশোধন (Aadhaar Card Correction) করতে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে তা নির্ভর করছে আপনি কোন তথ্যটি সংশোধন বা পরিবর্তন (Aadhaar Card Correction) করতে চাইছেন। তাই আধার কার্ডে কোন তথ্য সংশোধন করতে কোন ডকুমেন্টের প্রয়োজন হবে, তার লিস্ট PDF ফাইল নিচের দেওয়া আছে –

অনলাইনে আধার কার্ড সংশোধন কিভাবে করবেন?

  1. সবার প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in এ আসতে হবে,
  2. এরপর Update Aadhaar সেকশনের মধ্যে থাকা Update Demographics Data & Check Status অপশনে ক্লিক করতে হবে,
  3. এরপর নতুন একটি পেজ খুলে আসবে,
  4. এখানে Login অপশনে ক্লিক করতে হবে,
  5. ক্লিক করার পর আপনার আধার নম্বর লিখে ক্যাপচা কোড পূরণ করে Send OTP অপশনে ক্লিক করতে হবে,
  6. এরপর আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি লিখে Login অপশনে ক্লিক করতে হবে,
  7. লগইন করার পর Online Update Services অপশনে ক্লিক করে Update Aadhaar Online অপশনে ক্লিক করতে হবে,
  8. এরপর যেসমস্ত তথ্য সংশোধন করতে চান, তা সিলেক্ট করতে হবে,
  9. এরপর Proceed অপশনে ক্লিক করতে হবে,
  10. এরপর আপনার সঠিক তথ্য লিখে Supporting Document আপলোড করতে হবে,
  11. এরপর ৫০ টাকা পেমেন্ট করতে হবে,
  12. পেমেন্ট করার পর Acknowledgement Slip পাবেন, সেটি ডাউনলোড করে রাখতে হবে,
  13. ভবিষ্যতে আধার সংশোধনের স্ট্যাটাস চেক করতে এই Acknowledgement Slip এ থাকা SRN Number কাজে লাগবে।

আধার কার্ড সংশোধনের স্ট্যাটাস চেক

  • আধার কার্ড সংশোধনের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে uidai.gov.in আসতে হবে,
  • এরপর Update Aadhaar সেকশনের মধ্যে থাকা Check Aadhaar Update Status অপশনে ক্লিক করতে হবে,
  • ক্লিক করার পর আপনার Acknowledgement Slip এ থাকা SRN Number লিখে Submit অপশনে ক্লিক করলে এর স্ট্যাটাস দেখতে পাবেন।

মাত্র 5 মিনিটে পেয়ে যান ফ্রিতে প্যান কার্ড, জেনে নিন আবেদন পদ্ধতি

- Advertisement -

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment