সম্প্রতি প্রচুর সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ভারত হেভী ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL)। ভারতের যেকোনো নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে। আবেদন প্রক্রিয়া সহ শূন্যপদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে জেনে নিন আজকের এই প্রতিবেদন।
আবেদন করার আগে BHEL Recruitment 2023 -এর অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন। অফিসিয়াল নোটিশ এবং আবেদন করার লিঙ্ক এই প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।
Advertisement No. | 01/2023 |
নিয়োগকারী সংস্থা | Bharat Heavy Electricals Limited (BHEL) |
পদের নাম | Supervisor Trainee |
মোট শূন্যপদের সংখ্যা | ৭৫ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ২৫ নভেম্বর, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.bhel.com |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
BHEL Recruitment 2023
পদের নাম ও শূন্যপদের সংখ্যা –
BHEL Recruitment 2023 এর অফিসিয়াল নোটিফিকেশন অনুসারে, এখানে Supervisor Trainee (Mechanical/ Civil/ HR) পদে নিয়োগ হবে। এই পদে সব মিলিয়ে মোট ৭৫ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা –
Supervisor Trainee (Mechanical) পদে আবেদন করার জন্য প্রার্থীদের ভারত সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে Mechanical Engineering নিয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
Supervisor Trainee (Civil) পদে আবেদন করার জন্য প্রার্থীদের ভারত সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে Civil Engineering নিয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
Supervisor Trainee (HR) এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ভারত সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে Business Administration বা Social Work বা Business Management বা BBS বা BMS নিয়ে পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি করে থাকতে হবে।
বয়সসীমা –
- নূন্যতম বয়সসীমা – ১৮ বছর।
- সর্বোচ্চ বয়সসীমা – ২৭ বছর।
- বয়স হিসেব করতে হবে ০১.০৯.২০২৩ তারিখ অনুযায়ী।
- সরকারি নিয়ম অনুযায়ী SC/ ST প্রার্থীরা ৩ বছর এবং OBC (NCL) প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
বেতন –
Supervisor Trainee (Mechanical/ Civil/ HR) পদে নির্বাচিত প্রার্থীদের এক বছরের ট্রেনিং চলাকালীন প্রতিমাসে ৩২,০০০/- টাকা থেকে ১,০০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
ট্রেনিং সম্পূর্ন হবার পর থেকে প্রার্থীদের ৩৩,৫০০/- টাকা থেকে ১,২০,০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
চাকরিপ্রাপ্ত প্রার্থীরা এছাড়াও আরো অন্যান্য সুবিধাও পাবেন।
নতুন চাকরির খবরঃ
নির্বাচন পদ্ধতি (Selection Process)
নিচের দুটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে –
- Computer Based Examination (CBE)
- Document Verification/ Scrutiny
আবেদন মূল্য (Application Fees)
এখানে আবেদন করার জন্য UR/ EWS/ OBC প্রার্থীদের ৭৯৫/- টাকা আবেদন ফি জমা করতে হবে এবং SC/ ST/ PWD/ Ex-Servicemen প্রার্থীদের ২৯৫/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
আবেদন ফি জমা করা যাবে অনলাইনে আবেদন করার সময় Internet Banking/ Debit Card/ Credit Card ব্যবহার করে।
আবেদন প্রক্রিয়া (Apply Process)
ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য নিচে দেওয়া কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে –
- সবার প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট careers.bhel.in এ যেতে হবে।
- তারপর Current Openings সেকশনের মধ্যে থাকা Recruitment of Supervisor Trainees (Civil/Mechanical/HR) – 2023 লিংকে ক্লিক করতে হবে।
- তারপর রেজিস্ট্রেশন করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- সর্বশেষে, আবেদন ফি পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।
- সাবমিট করার পর আবেদন ফর্ম প্রিন্ট আউট বের করে ভবিষ্যতের জন্য নিজের কাছে রাখুন।
**অনলাইনে আবেদন করার পর আবেদন ফর্ম এবং কোনো ডকুমেন্টের হার্ড কপি সংস্থার অফিসে পাঠাতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)
এই চাকরির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া গত ২৫.১০.২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫.১১.২০২৩ তারিখ পর্যন্ত।
**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)
📄 অফিসিয়াল নোটিফিকেশন | Download PDF |
✅ আবেদন লিংক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.bhel.com |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –