IB Recruitment 2023

INB GURU

[generate_category_before_title]

677 টি শূন্যপদে ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মখালি, মাধ্যমিক পাশে আবেদন করুন

সম্প্রতি Intelligence Bureau (IB) -র তরফে গ্রুপ- সি পদে ৬৭৭ জন যোগ্য প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতায় দেশের সমস্ত ছেলে ও মেয়ে উভয়ই প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।

Advertisement No.
নিয়োগকারী সংস্থাINTELLIGENCE BUREAU (IB)
পদের নামVarious
মোট শূন্যপদের সংখ্যা৬৭৭ টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ১৩ নভেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.mha.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

IB Recruitment 2023

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Security Assistant/Motor Transport (SA/MT) এবং Multi Tasking Staff (MTS) পদে নিয়োগ হবে। এখানে সব মিলিয়ে মোট ৬৭৭ টি শূন্যপদ রয়েছে

পদের নামশূন্যপদ
SA/MT৩৬২ টি
MTS৩১৫ টি

শিক্ষাগত যোগ্যতা –

SA/MT এবং MTS পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।

SA/MT পদের জন্য প্রার্থীদের মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সাথে, এক বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতাও থাকতে হবে।

বয়সসীমা –

SA/MT পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে এবং MTS/Gen পদের জন্য ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে প্রার্থীদের। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। বয়স হিসাব করা হবে আবেদনের শেষ তারিখ অনুযায়ী।

বেতন –

SA/ MT পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে পে লেভেল-৩ অনুযায়ী ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকার মধ্যে বেতন দেওয়া হবে।

MTS/Gen পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে পে লেভেল-১ অনুযায়ী ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকার মধ্যে বেতন দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।

নিয়োগ স্থান

দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচিত প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে।

পরীক্ষার সেন্টার

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরীক্ষার সেন্টারগুলি হল – Asansol, Burdwan, Durgapur, Kalyani, Kolkata, Siliguri

আবেদন মূল্য (Application Fees)

UR, EWS এবং OBC পুরুষদের ৫০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে। SC, ST, PwD এবং Women দের ৫০/- টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা করা যাবে Debit Card, Credit Card, Internet Banking, UPI ব্যবহার করে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন –

  • প্রথমে এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে।
  • তারপর Register অপশনে ক্লিক করে নিজের নাম, বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর Login করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • অনলাইনে আবেদন ফি জমা করতে হবে।
  • সবশেষে, সাবমিট করলে আবেদন সম্পূর্ন হবে।
  • আবেদন করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট বের করে ভবিষ্যতের জন্য নিজের কাছে রাখুন।

আরও পড়ুন » কনস্টেবল পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, শূন্যপদ ২১৫ টি, বেতন ২৫,৫০০ টাকা

দরকারি নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড
  • বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি
  • মাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশিট
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
  • নিজের পাসপোর্ট সাইজের রঙিন ফটো
  • স্ক্যান করা নিজের স্বাক্ষর
  • জাতিগত শংসাপত্র

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া গত ১৪.১০.২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৩.১১.২০২৩ তারিখ পর্যন্ত

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.mha.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment