ইন্ডিয়ান ইন্টিটিউট অফ টেকোলজি (IIT), খড়গপুর এর তরফে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাশ সহ উচ্চতর যোগ্যতায় চাকরির জন্য আবেদন করতে পারবেন এখানে।
IIT Kharagpur Recruitment 2023 প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট মারফত অনলাইন পদ্ধতি আবেদন করা যাবে। কোন কোন পদে নিয়োগ হচ্ছে? আবেদন কিভাবে করা যাবে? সমস্ত খুঁটিনাটি তথ্য বিস্তারিতভাবে জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।
Advertisement No. | R/16/2023 |
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৫ অক্টোবর, ২০২৩ |
নিয়োগকারী প্রতিষ্ঠান | Indian Institute of Technology Kharagpur |
পদের নাম | Various |
মোট শূন্যপদের সংখ্যা | ১৮২ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ৯ নভেম্বর, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.iitkgp.ac.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
IIT Kharagpur Recruitment 2023
পদের নাম ও শূন্যপদের সংখ্যা –
IIT খড়গপুর এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী এখানে সব মিলিয়ে মোট ১৮২ টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। মোট ৩৬ ধরনের পদে প্রার্থী নিয়োগ করা হবে, কোন পদে কত জন প্রার্থী নিয়োগ করা হবে দেখে নিন নীচে।
Sl No. | পদের নাম | শূন্যপদ |
১ | Deputy Registrar | ১ |
২ | Assistant Registrar | ৩ |
৩ | Deputy Librarian | ১ |
৪ | Assistant Librarian | ১ |
৫ | Principal Software Engineer/Principal System Engineer/Principal Network Engineer | ২ |
৬ | Senior Software Engineer Grade-I/Senior System Engineer Grade-I/Senior Network Engineer Grade-I | ১ |
৭ | Senior Software Engineer Grade-II/Senior System Engineer Grade-II/Senior Network Engineer Grade-II | ১ |
৮ | Software Engineer/System Engineer/Network Engineer | ৪ |
৯ | Principal Medical Officer | ১ |
১০ | Senior Medical Officer Gr.I | ৩ |
১১ | Senior Medical Officer Grade-II | ৭ |
১২ | Medical Officer | ৯ |
১৩ | Sports Officer | ২ |
১৪ | Senior Counsellor Grade-I | ৩ |
১৫ | Senior Counsellor Grade-II | ৩ |
১৬ | Counsellor | ২ |
১৭ | Executive Officer | ২ |
১৮ | Public Relation Officer | ১ |
১৯ | Law Officer | ১ |
২০ | Senior Technical Officer Grade-II | ১ |
২১ | Technical Officer | ৪ |
২২ | Hindi Officer | ১ |
২৩ | Administrative Officer | ৫ |
২৪ | Senior Hindi Translator | ২ |
২৫ | Junior Executive | ৬ |
২৬ | Junior Accounts Officer | ২ |
২৭ | Jr. Technical Superintendent | ২০ |
২৮ | Staff Nurse | ১৫ |
২৯ | Medical Laboratory Technician (Pathology/Radiology/Physiotherapy) | ৪ |
৩০ | Sr.Library Information Asstt. | ১ |
৩১ | Physical Training Instructor | ৫ |
৩২ | Assistant Security Officer Gr. II | ১ |
৩৩ | Junior Assistant | ৮ |
৩৪ | Junior Technician/Junior Laboratory Assistant | ১৪ |
৩৫ | Driver Grade – II | ৪ |
৩৬ | Multi Tasking Staff(MTS) | ৪১ |
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা –
প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা পৃথক চাওয়া হয়েছে। নির্দিষ্ট পদে চাওয়া শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা সম্পর্কে বিশদে জানতে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে পড়ুন।
বেতনক্রম –
বিভিন্ন পদে বেতনক্রম বিভিন্ন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে পড়ুন।
নতুন চাকরির খবরঃ
নির্বাচন পদ্ধতি (Selection Process)
আবেদনকারী প্রার্থীদের বাছাই করার পর প্রতিষ্ঠানের সিদ্ধান্ত অনুযায়ী স্ক্রিনিং টেস্ট/ লিখিত পরীক্ষা/ সেমিনার উপস্থাপনা/ গ্রুপ ডিসকাশন/ পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে পদগুলিতে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য (Application Fees)
Sl No. ১ থেকে ২৩ এ উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য SC/ ST/ PwD/ Women প্রার্থীদের ৫০০/- টাকা এবং অন্যান্য প্রার্থীদের ১০০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।
Sl No. ২৪ থেকে ৩৬ এ উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য SC/ ST/ PwD/ Women প্রার্থীদের ২৫০/- টাকা এবং অন্যান্য প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন ফি জমা করা যাবে সমস্ত ব্যাংকের Rupay ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাংকিং এর মাধ্যেমে অনলাইন আবেদন করার সময়।

আবেদন প্রক্রিয়া (Apply Process)
উপরে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন।
- প্রথমে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.iitkgp.ac.in এ যেতে হবে।
- এরপর Jobs ➡️ Staff Opening সেকশনে গিয়ে Advt. No. R/16/2023 এর পাশে থাকে আবেদন লিংকে ক্লিক করতে হবে।
- এরপর Apply Online অপশনে ক্লিক রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর লগইন করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন সম্পূর্ন হবে।
আরও পড়ুন » ন্যাশনাল ব্যাংকে বিপুল কর্মী নিয়োগ, ইন্টারভিউ দিয়ে মিলবে চাকরি
গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)
এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া গত ০৫.১০.২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী তারিখ ৩০.১০.২০২৩ ৯ নভেম্বর, ২০২৩ পর্যন্ত (আবেদনের শেষ তারিখ বাড়ানো হয়েছে)।
**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)
📄 অফিসিয়াল নোটিফিকেশন | Download PDF |
✅ আবেদন লিংক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.iitkgp.ac.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –