Central Bank of India Recruitment 2023 : সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ, শীঘ্রই আবেদন করুন

Central Bank of India Recruitment 2023 – সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ১৯২ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
Advertisement No.
নিয়োগকারী ব্যাঙ্কCentral Bank of India
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ১৯ নভেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.centralbankofindia.co.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Central Bank of India Recruitment 2023

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

পদের নামশূন্যপদ
Information Technology৯৫ টি
Risk Manager৪ টি
Financial Analyst৯ টি
Law Officer১৫ টি
Credit Officer৫০ টি
CA –Finance & Accounts/ GST/Ind AS/ Balance Sheet /Taxation৩ টি
Security Officer১৫ টি
Librarian১ টি
মোট শূন্যপদের সংখ্যা১৯২ টি

শিক্ষাগত যোগ্যতা –

এখনো মোট ৮ ধরনের পদ রয়েছে। প্রতিটি পদের জন্য পৃথক যোগ্যতা চাওয়া হয়েছে। কোন নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের যে যোগ্যতা চাওয়া হয়েছে তার সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এবং ভালো ভাবে পড়ুন।

বয়সসীমা –

  • সর্বোচ্চ বয়সসীমা – ৪৫ বছর।
  • বয়স হিসেব করতে হবে ৩০.০৯.২০২৩ তারিখ অনুযায়ী।
  • সংরক্ষিত শ্রেণীর সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

এখানে অনলাইন লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fees)

এখানে আবেদন করার জন্য আবেদন ফি হিসেবে ৮৫০/- টাকা সহ জিএসটি জমা করতে হবে। তবে SC/ ST/ PWBD এবং Women প্রার্থীদের জন্য আবেদন ফি ১৭৫/- টাকা সহ জিএসটি জমা করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম ফিলাপ করার সময় অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

এখানে ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন পদ্ধতি নিম্নরূপ –

  • প্রথমে https://ibpsonline.ibps.in/cbiosep23/ এ যেতে হবে।
  • তারপর Registration করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর লগইন করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন আবেদন ফর্ম নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • তারপর আবেদন ফি জমা দিয়ে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

আপনাদের জানিয়ে রাখি যে, মোবাইল ফোন দিয়ে আবেদন করার সময় মোবাইল ফোনটিকে ঘুরিয়ে নেবেন অর্থাৎ Rotate মোডে অন করে নেবেন। তবেই আবেদন ওয়েবসাইটটি 

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া গত ২৮.১০.২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৯.১১.২০২৩ তারিখ পর্যন্ত

আরও পড়ুন » 677 টি শূন্যপদে ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মখালি

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.centralbankofindia.co.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।