সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের কৃষি দপ্তরে চাকরি, মাসিক বেতন ২০,০০০/- টাকা

Agriculture Department Vacancy 2023: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবারও এক নতুন নিয়োগের সুখবর। সম্প্রতি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে চাকরি  প্রার্থীরা এখানে চাকরির জন্য অংশগ্রহণ নিতে পারবেন। এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদনযোগ্য। এখানে ১৫ মাসের জন্য চাকরিপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ করা হবে। চলুন জেনে নেওয়া যাক এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি তথ্য।

Advertisement No.F./106(DST)/2023-24/37
নিয়োগকারী সংস্থাICAR-Indian Agricultural Research Institute
আবেদন মাধ্যমঅফলাইন (ইন্টারিউ)
ইন্টারভিউর তারিখ১৬ নভেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটkalimpong.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Agriculture Department Vacancy 2023

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Lab Assistant পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার বা হর্টিকালচার নিয়ে স্নাতক পাশ করে থাকতে হবে চাকরি প্রার্থীদের। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা এবং নেপালি/ বাংলা ভাষা জানতে হবে।

বয়সসীমা –

  • সর্বোচ্চ বয়সসীমা – ৩৫ বছর।
  • সরকারি নিয়ম অনুযায়ী SC/ ST & Women প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

বেতন –

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীকে প্রতিমাসে ২০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীকে।

আবেদন মূল্য (Application Fees)

কোনো আবেদন ফি লাগবে না।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের এখানে আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। প্রথমে এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তিতে নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিজের যাবতীয় তথ্য পূরণ করতে হবে। তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কপি সেল্ফ অ্যাটেস্টেড করে সরাসরি ইন্টারভিউয়ের দিন দপ্তরের নির্দিষ্ট অফিসে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর স্থান

Training Hall, ICAR-IARI Regional Station, Kalimpong, West Bengal

ইন্টারভিউর তারিখ ও সময়

১৬ নভেম্বর, ২০২৩ তারিখে সকাল ১০ টা – ১০.৩০

আরও পড়ুন » নভেম্বর মাসে কি কি চাকরির আবেদন চলছে এক নজরে দেখে নিন।

দরকারি নথিপত্র (Required Documents)

ইন্টারভিউয়ের দিন যে সমস্ত নথিপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে, সেগুলি হলো –

  • পূরণ করা আবেদন ফর্ম
  • সমস্ত অরিজিনাল সার্টিফিকেট
  • জন্ম সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো
  • অভিজ্ঞতার সার্টিফিকেট
  • ইত্যাদি

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন ফর্মDownload
🌐 অফিসিয়াল ওয়েবসাইটkalimpong.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment