IIT Kharagpur 153 Post Vacancy Recruitment

INB GURU

রাজ্যের IIT খড়গপুরে ১৫৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইন আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের সুখবর! আপনি কি দীর্ঘদিন ধরে পড়াশোনা শেষ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন? কিন্তু তবুও মিলছে না চাকরির সন্ধান? তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুযোগ। রাজ্যের IIT খড়গপুরের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে এখানে একাধিক পদে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। চলুন তাহলে এই চাকরির জন্য আবেদন করবেন কিভাবে, এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সেইসঙ্গে এই প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি পেয়ে যাবেন।

- Advertisement -
Advertisement No.R09/2023
নিয়োগ সংস্থাIndian Institute of Technology Kharagpur
পদের নামবিভিন্ন পদ
মোট শূন্যপদের সংখ্যা১৫৩ টি
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতন (₹)বিশদ দেখুন
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ৩১ জুলাই, ২০২৩
কাজের স্থানখড়গপুর
অফিসিয়াল ওয়েবসাইটwww.iitkgp.ac.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

IIT Kharagpur 153 Post Vacancy Recruitment

পদের নাম (Post Name) এবং শূন্যপদের সংখ্যা (Vacancy Details) –

পদের নামশূন্যপদের সংখ্যা
Junior Executive১৯ টি
Junior Accounts Officer৫ টি
Junior Technical Superintendent৩০ টি
Junior Engineer২২ টি
Medical Laboratory Technician১ টি
Staff Nurse১২ টি
Senior Library Information Assistant২ টি
Physical Training Instructor৫ টি
Assistant Security Officer Gr.-II৩ টি
Junior Assistant২০ টি
Junior Technician/ Junior Laboratory Assistant২৩ টি
Security Inspector৫ টি
Driver Grade-II৬ টি
মোট শূন্যপদের সংখ্যা১৫৩ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) –

পদের নামশিক্ষাগত যোগ্যতা
Junior Executiveযেকোনো বিষয়ে ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি
Junior Accounts Officerকমার্স বা BBA -তে ব্যাচেলর ডিগ্রি
Junior Technical Superintendent৩ বছরের ডিপ্লোমা 
Junior Engineerইঞ্জিনিয়ারিং/ আর্কিটেকচার বিষয়ে ব্যাচেলর ডিগ্রি
Medical Laboratory Technicianফিজিওথেরাপি (BPT) বিষয়ে ব্যাচেলর ডিগ্রি
Staff Nurseসংশ্লিষ্ট বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ
Senior Library Information Assistantলাইব্রেরী সায়েন্স/ লাইব্রেরী/ ইনফরমেশন সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি
Physical Training Instructorফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রি
Assistant Security Officer Gr.-IIব্যাচেলর ডিগ্রি
Junior Assistant৩ বছরের ব্যাচেলর ডিগ্রি এবং কম্পিউটার কাজের অভিজ্ঞতা
Junior Technician/ Junior Laboratory Assistantবিজ্ঞান বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অথবা, ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা
Security Inspectorউচ্চ মাধ্যমিক পাশ
Driver Grade-IIনূন্যতম মাধ্যমিক পাশ

নতুন চাকরির খবরঃ AIIMS এ গ্রুপ – B ও C পদে ৭৭৫ টি শূন্যপদে নিয়োগ

বয়সসীমা (Age Limit) –

পদের নামবয়সসীমা
Junior Executiveসর্বোচ্চ  ৩০ বছর
Junior Accounts Officerসর্বোচ্চ  ৩০ বছর 
Junior Technical Superintendentসর্বোচ্চ  ৩০ বছর
Junior Engineerসর্বোচ্চ  ৩০ বছর
Medical Laboratory Technicianসর্বোচ্চ  ৩০ বছর
Staff Nurseসর্বোচ্চ  ৩০ বছর
Senior Library Information Assistantসর্বোচ্চ  ৩০ বছর
Physical Training Instructorসর্বোচ্চ  ৩০ বছর
Assistant Security Officer Gr.-IIসর্বোচ্চ  ৩০ বছর
Junior Assistantসর্বোচ্চ  ২৫ বছর
Junior Technician/ Junior Laboratory Assistantসর্বোচ্চ  ২৫ বছর
Security Inspectorসর্বোচ্চ  ২৫ বছর
Driver Grade-IIসর্বোচ্চ  ২৫ বছর

বেতন (Salary) –

পদের নামমাসিক বেতন
Junior Executive৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত
Junior Accounts Officer৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত
Junior Technical Superintendent৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত
Junior Engineer৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত
Medical Laboratory Technician৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত
Staff Nurse৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত
Senior Library Information Assistant৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত
Physical Training Instructor৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত
Assistant Security Officer Gr.-II৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত
Junior Assistant২১,৭০০/- থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত
Junior Technician/ Junior Laboratory Assistant২১,৭০০/- থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত
Security Inspector২১,৭০০/- থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত
Driver Grade-II২১,৭০০/- থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত

চাকরির খবরঃ SSC MTS 2023 – মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

- Advertisement -

আবেদন প্রক্রিয়া (Apply Process)

আগ্রহী প্রার্থীদের এখানে চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচের স্টেপগুলি ফলো করুন –

  1. আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.iitkgp.ac.in এ যেতে হবে অথবা, নীচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে,
  2. এরপর নিম্নরূপ পেজটি খুলে আসবে –
IIT Kharagpur Recruitment Apply
  1. আপনি যে পদের জন্য আবেদন করতে চান, সেটি সিলেক্ট করুন,
  2. এরপর রেজিস্ট্রেশন করে করতে হবে,
  3. পরবর্তী পেজে আবেদন ফর্ম খুলে আসবে সেটি সঠিকভাবে পূরণ করতে হবে। যা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন –
IIT Kharagpur Recruitment Apply
  1. এরপর আবেদন ফি জমা করতে হবে।
  2. সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

*আবেদন করার ক্ষেত্রে কোনো হার্ড কপি জমা করতে হবে না।

আরও পড়ুন – রাজ্য সরকারের নতুন প্রকল্প! পাবেন ৩০ হাজার টাকা, আবেদন পদ্ধতি জেনে নিন

আবেদন মূল্য (Application Fees)

SC/ ST/ Pwd/ Women প্রার্থীদের ২৫০/- টাকা এবং অন্যান্য প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন ফি দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ ০৫.০৭.২০২৩ অর্থাৎ ৫ জুলাই, ২০২৩ তারিখ করা হয়েছিল। তা বাড়িয়ে আগামী ৩১.০৭.২০২৩ তারিখ অর্থাৎ ৩১ জুলাই, ২০২৩ পর্যন্ত করা হয়েছে।

- Advertisement -

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📌 সংশোধনী বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.iitkgp.ac.in
✅ আবেদন করুনApply Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 MORE JOBS UPDATECLICK HERE

🔥 মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে Group-D পদে প্রচুর কর্মী নিয়োগ

🔥NCC করা আছে? তাহলে আপনার জন্য রয়েছে ভারতীয় সেনায় চাকরির সুযোগ

🔥 Ration Card Correction: রেশন কার্ডের ভুল তথ্য সংশোধন করুন অনলাইনে। জানুন বিস্তারিত পদ্ধতি।

🔥 ATM কার্ড ছাড়া UPI PIN সেট করুন, এই পদ্ধতিতে

🔥 Instant Free PAN Card Apply: মাত্র 5 মিনিটে পেয়ে যান ফ্রিতে প্যান কার্ড, জেনে নিন আবেদন পদ্ধতি

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment