WBMDFC Recruitment 2023

INB GURU

উচ্চমাধ্যমিক পাশে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

WBMDFC Recruitment 2023: রাজ্যের চাকরিপ্রার্থীর জন্য খুশির খবর। West Bengal Minorities Development & Finance Corporation (WBMDFC) -এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যের নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলার মাইনরিটি ডেভেলপমেন্ট অফিসে কর্মী করা হবে। ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে পৌঁছে যেতে হবে সরাসরি ইন্টারভিউয়ের নির্দিষ্ট ঠিকানায়। এই নিয়োগের বিস্তারিত বিবরণ নিম্নরূপ।

- Advertisement -
Advertisement No.
নিয়োগকারী সংস্থাWest Bengal Minorities Development & Finance Corporation (WBMDFC)
আবেদন মাধ্যমইন্টারভিউ
ইন্টারভিউয়ের তারিখ২৮ নভেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.wbmdfc.org
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

WBMDFC Recruitment 2023

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

WBMDFC অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Recovery Agent পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৩ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –

  • নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীকে।
  • কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে।
  • আবেদনকারী প্রার্থীকে মাইনরিটি কমিউনিটির সদস্য হতে হবে, যেমন – জৈন, বৌদ্ধ, শিখ, পারসি, মুসলিম।
  • প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ২০ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ৪০ বছর।
  • বয়স হিসেব করতে হবে ০১-০১-২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন –

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে কত টাকা বেতন দেওয়া হবে তা প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।

- Advertisement -

নির্বাচন পদ্ধতি (Selection Process)

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের এখানে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। এই প্রতিবেদনের নীচে থাকা লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। তারপর বিজ্ঞপ্তির ৩ নং এবং ৪ নং পাতায় থাকা আবেদন ফর্মটি প্রিন্ট আউট বের করে নিজের যাবতীয় তথ্য পূরণ করতে হবে। তারপর সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে প্রার্থীদের।

দরকারি নথিপত্র (Required Documents)

ইন্টারভিউয়ের দিন যে সমস্ত নথিপত্রগুলির (অরিজিনাল + সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স কপি) প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • পূরণ করা আবেদনপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
  • আধার কার্ড, ভোটার কার্ড
  • সাম্প্রতিক তোলা নিজের ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • অন্যান্য নথি

ইন্টারভিউয়ের স্থান

Amber, WBMDFC HQ, DD-27/E, Salt Lake, Kolkata- 700064

ইন্টারভিউয়ের তারিখ ও সময়

২৮-১১-২০২৩ তারিখের সকাল ১১.০০ টার সময় প্রার্থীদের ইন্টারভিউ কেন্দ্রে রিপোর্ট করতে হবে।

- Advertisement -

নতুন চাকরির খবর » সুখবর! স্টেট ব্যাংকে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি, শূন্যপদ ৮২৮৩ টি, কারা আবেদন করতে পারবেন?

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
📝 আবেদন ফর্মDownload Form
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.wbmdfc.org
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment