Group D Job 2024 - রাজ্যে অষ্টম শ্রেণী পাশে Group-D পদে কর্মী নিয়োগ

Akash Kumar

Group D Job 2024 – রাজ্যে অষ্টম শ্রেণী পাশে Group-D পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৭ হাজার টাকা

Group D Job 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। অষ্টম শ্রেণী পাশে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে আদ্যাপিঠ অন্নদা পলিটেকনিক কলেজের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলার থেকে যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিস্তারিত তথ্য  আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদন। তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই পড়বেন।

- Advertisement -
Advertisement No.05/2024
নিয়োগকারীAdyapeath Annada Polytechnic College
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ২১ এপ্রিল, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটadyapeathpolytechnic.com
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Group D Job 2024

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Group- D পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে মোট ১০ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করতে পারবেন যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করে থাকা প্রার্থীরা।

- Advertisement -

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ৪০ বছর।
  • ০১-০১-২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসেব করা হবে।
  • সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদেরকে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
  • নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন

বেতন –

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

❖  Related Articles

নির্বাচন পদ্ধতি (Selection Process)

  • Screening Test
  • Interview

আবেদন প্রক্রিয়া (Apply Process)

এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

  • প্রথমে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট adyapeathpolytechnic.com এ যেতে হবে।
  • তারপর মেনুবারে Notice এ ক্লিক করে Recruitment Notice এ ক্লিক করতে হবে।
  • তারপর RECRUITMENT OF STAFF (ADVT. NO – 4/2024, AND 5/2024) এ ক্লিক করতে হবে।
  • তারপর GROUP-D (Advt. No-05/2024) এর পাশে থাকা Application Link এর ঘরে থাকা Click Here এ ক্লিক করতে হবে।
  • তারপর Apply লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন ফর্ম ফিলাপ করতে হবে।
  • যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে সেগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • তারপর Final Submit এ ক্লিক করতে হবে।

বিঃদ্রঃ – আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে ফাইনাল সাবমিট করবেন, কারণ কোনো তথ্য ভুল পূরণ করা হলে তা আর এডিট অর্থাৎ সংশোধন করতে পারবেন না। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২২-০৩-২০২৪ তারিখ থেকে। চলবে ২১-০৪-২০২৪ পর্যন্ত।

কর্মস্থল কোথায়?

Adyapeath Annada Polytechnic College, Dakshineswar, Kolkata – 700076.

দরকারি নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

- Advertisement -
  • আবেদনকারী পরিচয়পত্র।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার।

নতুন চাকরির খবর » স্বাস্থ্য দপ্তরে 388 টি শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৭-০৩-২০২৪
আবেদন শুরু২২-০৩-২০২৪
আবেদন শেষ২১-০৪-২০২৪

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটadyapeathpolytechnic.com
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment