SBI Clerk Recruitment 2023

INB GURU

SBI Clerk Recruitment 2023 – সুখবর! স্টেট ব্যাংকে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি, শূন্যপদ ৮২৮৩ টি, কারা আবেদন করতে পারবেন?

SBI Clerk Recruitment 2023 – চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন খুশির খবর। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফে জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ৮২৮৩ জন কর্মী নিয়োগ করা হবে। সারা ভারতবর্ষের চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে ১৭.১১.২০২৩ থেকে ০৭.১২.২০২৩ তারিখ পর্যন্ত। কিভাবে আবেদন করবেন? আবেদনের যোগ্যতা সহ সমস্ত কিছু বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে পড়ুন।

- Advertisement -

এই প্রতিবেদনের নীচে সমস্ত প্রয়োজনীয় লিংকগুলি প্রদান করা হয়েছে। যাতে আপনারা খুব সহজেই এই নিয়োগে আবেদন করতে পারেন।

Advertisement No.CRPD/CR/2023-24/27
নিয়োগকারী ব্যাঙ্কState Bank of India
পদের নামJunior Associate
মোট শূন্যপদ৮২৮৩ টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ৭ ডিসেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটsbi.co.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

SBI Clerk Recruitment 2023

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

SBI এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Junior Associate (Customer Support & Sales) পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে সব মিলিয়ে মোট ৮২৮৪ টি শূন্যপদ রয়েছে। সার্কেল অনুযায়ী শূন্যপদের সংখ্যা জানতে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ুন।

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা –

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক পাস হতে হবে প্রার্থীদের। সাথে ইন্ট্রিগ্রেটেড ডুয়াল (IDD) সার্টিফিকেট থাকতে হবে। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখবেন।

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ২০ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ২৮ বছর।
  • বয়স হিসেব করতে হবে ০১.০৪.২০২৩  তারিখ অনুসারে।
  • সরকারি নিয়ম অনুসারে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীর বয়সের ছাড় পাবেন।

বেতন –

প্রতিমাসে বেতন ১৯,৯০০/- টাকা থেকে শুরু।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

SBI Clerk Recruitment 2023 এখানে দুটি ধাপে অনলাইন পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে –

  • Preliminary Exam
  • Main Exam

Phase – I: Preliminary Exam –

SBI Clerk Recruitment 2023

Phase – II: Main Exam –

- Advertisement -
SBI Clerk Recruitment 2023

পরীক্ষার কেন্দ্র (Examination Centre)

এখানে রাজ্য ভিত্তিক পরীক্ষার সেন্টার বিভিন্ন স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরীক্ষার সেন্টারগুলি হলো – Asansol, Durgapur, Greater Kolkata, Hooghly, Howrah, Kalyani, Siliguri.

আবেদন মূল্য (Application Fees)

General/ OBC/ EWS৭৫০/- টাকা
SC/ ST/ PwBD/ ESM/ DESMNil

আবেদন প্রক্রিয়া (Apply Process)

SBI Clerk Recruitment 2023 এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের। আবেদন পদ্ধতি নীচে দেওয়া হলো –

Step – 1: সবার প্রথমে এই লিংকে ক্লিক করতে হবে।

SBI Clerk Recruitment 2023

Step – 2: তারপর New Registration অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
Step – 3: তারপর লগইন করে অনলাইন আবেদন ফর্ম ফিলাপ করতে হবে।
Step – 4: সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
Step – 5: তারপর আবেদন ফি জমা করতে হবে (যদি প্রযোজ্য হয়)।
Step – 6: সবশেষে, সাবমিট বোতামে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।
Step – 7: আবেদনের শেষে ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদন ফর্মটি ডাউনলোড করে সঙ্গে রাখুন।

দরকারি নথিপত্র (Required Documents)

আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • পরিচয়পত্র (আধার কার্ড/ প্যান কার্ড/ ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট)
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • অন্যান্য ডকুমেন্ট

আরও পড়ুন » সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

আবেদন শুরু১৭.১১.২০২৩
আবেদন শেষ০৯.১২.২০২৩
Preliminary Exam অ্যাডমিট কার্ড ডাউনলোড২৭.১২.২০২৩ থেকে
Preliminary Exam Dateজানুয়ারি, ২০২৪
Main Exam অ্যাডমিট কার্ড ডাউনলোড১৫.০২.২০২৪
Main Exam Dateফেব্রুয়ারি, ২০২৪

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটsbi.co.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment