CLW Railway Schools Teacher Recruitment 2023

INB GURU

রাজ্যের রেলওয়ে স্কুলে শিক্ষক নিয়োগ, ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি | CLW Railway Schools Teacher Recruitment 2023

CLW Railway Schools Teacher Recruitment 2023 – রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (CLW) এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পূর্ণরূপে চুক্তি ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে রেলওয়ে স্কুলে। দেশের সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।

- Advertisement -
Advertisement No.GMA/School/G/152(Contractual)Pt.III 
নিয়োগকারী সংস্থাChittaranjan Locomotive Works (CLW)
আবেদন মাধ্যমইন্টারভিউ
অফিসিয়াল ওয়েবসাইটclw.indianrailways.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

CLW Railway Schools Teacher Recruitment 2023

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

CLW এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Physics, Bengali, Political Science, English, Hindi, History, Mathematics, Economics, Commerce, and Physical Education বিষয়ে Post Graduate Teacher (PGT) এবং PRT/ Computer Education পদে শিক্ষক নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ২০ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –

পদের নামশিক্ষাগত যোগ্যতা
PGT(Bengali)B.Ed, Masters Degree
PGT(English)
PGT(History)
PGT(Mathematics)
PGT(Physics)
PGT(Economics)
PGT(Commerce)
TGT (Physical Education)
PGT(Hindi)
PGT (Pol. Science)
PRT(Computer)IT Graduate (BCA, MCA)
CLW Railway Schools Teacher Recruitment 2023

বয়সসীমা –

  • সর্বোচ্চ বয়সসীমা – ৬৫ বছর।
  • বয়স হিসেব করতে হবে ০১.০৯.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন –

PGT (Physics, Bengali, Political Science, English, Hindi, History, Mathematics, Economics, Commerce, and Physical Education) পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ২৭,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।

- Advertisement -

PRT/ Computer Education পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ২১,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের এখানে আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। তারপর বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স কপি এবং অরিজিনাল ডকুমেন্টস সহ পূরণ করা আবেদনপত্র নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর তারিখ ও সময়

পদের নামইন্টারভিউর তারিখ
PGT(Bengali)২২.১১.২০২৩
PGT(English)
PGT(History)
PGT(Mathematics)২৩.১১.২০২৩
PGT(Physics)
PGT(Economics)
PGT(Commerce)
TGT (Physical Education)২৪.১১.২০২৩
PGT(Hindi)
PGT (Pol. Science)
PRT(Computer)
CLW Railway Schools Teacher Recruitment 2023

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

আরও পড়ুন » EIL সংস্থায় ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন মাসে ৬০ হাজার টাকা

- Advertisement -

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটclw.indianrailways.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment