SSC GD Constable Vacancy 2023-2024

INB GURU

75,768 শূন্যপদে Constable GD নিয়োগ, মাধ্যমিক পাশে চাকরি | SSC GD Constable Vacancy 2023 – 2024

SSC GD Constable Vacancy 2023 – 2024 : দেশের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিরাট সুবর্ণ সুযোগ। স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর পক্ষ থেকে ৭৫,৭৬৮ শূন্যপদে Constable (General Duty) পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ২৪-১১-২০২৩ তারিখ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। এখানে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি সহ বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়ুন।

- Advertisement -

আপনাদের সুবিধার্থে এই প্রতিবেদনের নীচে সমস্ত দরকারি লিংকগুলি দেওয়া হয়েছে।

Advertisement No.
নিয়োগকারী সংস্থাStaff Selection Commission (SSC)
পদের নামConstable (GD)
মোট শূন্যপদ৭৫,৭৬৮ টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ২৮ ডিসেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটssc.nic.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Constable (General Duty) পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৭৫,৭৬৮ টি শূন্যপদ রয়েছে।

- Advertisement -
Force NameMaleFemale
BSF248063069
CISF7877721
CRPF221963231
SSB4839439
ITBP2564442
AR4624152
SSF458125
Total673648179
NIA225

শিক্ষাগত যোগ্যতা –

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে চাকরিপ্রার্থীদের। এছাড়াও প্রার্থীদের শারীরিক মান পূরণ করতে হবে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ুন।

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ২৩ বছর।
  • বয়স হিসেব করতে হবে ০১-০৮-২০২৩ তারিখ অনুযায়ী।
  • সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

বেতন –

এখানে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা বেতন দেওয়া হবে। তবে NIA বিভাগে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের জন্য প্রতিমাসে ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা বেতন দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

  • Computer Based Test (CBT)
  • Physical Efficiency Test (PET)
  • Physical Standard Test (PST)
  • Medical Examination
  • Document Verification

লিখিত পরীক্ষার (CBT) প্যাটার্ন

SSC-Constable-GD-2024

নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতিটি ভুল উত্তরে ০.৫০ মার্ক কাটা যাবে। আরো যাতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আবেদন মূল্য (Application Fees)

এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য ১০০/- টাকা জমা করতে হবে। তবে SC/ST/ Ex-Servicemen এবং Women প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য ধার্য করা হয় নি। অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

আগ্রহী প্রার্থীদের সম্পূর্ন অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে।

- Advertisement -
  • SSC -এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in -এ যেতে হবে।
  • অনলাইনে আবেদন ফর্ম ফিলাপ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • আবেদন ফি জমা করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

নতুন চাকরির খবর » ইন্টেলিজেন্স ব্যুরোতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্যপদ 995

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ২৪-১১-২০২৩ তারিখ থেকে শুরু এবং চলবে আগামী ২৮-১২-২০২৩ তারিখ পর্যন্ত।

কম্পিউটার বেসড পরীক্ষা (CBT) হবে ফেব্রুয়ারি, ২০২৪ -তে।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংক (২৪-১১-২০২৩ থেকে শুরু)Apply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটssc.nic.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

নতুন চাকরির খবর » মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে মার্চেন্ট নেভিতে নিয়োগ, শূন্যপদ 3571 টি

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment