SSC MTS and Havaldar Recruitment 2023

INB GURU

SSC MTS 2023 – মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

SSC MTS and Havaldar Recruitment 2023: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে চাকরির বিরাট সুখবর! কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর মাধ্যমে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখানে কয়েক হাজার শূন্যপদে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। সঙ্গে কয়েকশো শূন্যপদে হাবিলদার নিয়োগ করা হবে। এখানে চাকরির জন্য যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয়ই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। এখানে চাকরির জন্য আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে। তাহলে চলুন এই চাকরির জন্য আবেদন করবেন কিভাবে, এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি, তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে। এই প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি পেয়ে যাবেন।

- Advertisement -
Advertisement No.F.No.HQ-PPI03/12/2023-PP_1
পরীক্ষার নামSSC MTS Examination 2023
নিয়োগ সংস্থাStaff Selection Commission (SSC)
পদের নামMTS & Havaldar
শূন্যপদের সংখ্যা১৫৫৮ টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ২১ জুলাই, ২০২৩
কাজের স্থানসারা ভারত
অফিসিয়াল ওয়েবসাইটssc.nic.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

SSC MTS and Havaldar Recruitment 2023

পদের নাম –

স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে দুটি পদে নিয়োগ করা হবে, সেগুলি হলো –

  • Multi Tasking Staff (MTS)
  • Havaldar

শূন্যপদের সংখ্যা –

এখানে MTS এবং Havaldar এই পদের সব মিলিয়ে মোট ১৫৫৮ টি শূন্যপদ রয়েছে।

- Advertisement -
  • MTS – ১১৯৮ টি।
  • Havaldar – ৩৬০ টি।

শিক্ষাগত যোগ্যতা –

যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকলে এই দুটি পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা –

MTS এবং Havaldar পদে আবেদন করার জন্য আবেদনকারী বয়স হতে হবে –

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ২৫ বছর।

এই দুটি পদে আবেদনের ক্ষেত্রে বয়স হিসেব করতে হবে তারিখ ০১.০৮.২০২৩ অনুযায়ী। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আরও পড়ুন – পশ্চিমবঙ্গের ST, SC, OBC প্রার্থীদের বিনামূল্যে ট্রেনিং, নিজের জেলায় ট্রেনিং নিতে অনলাইনে আবেদন করুন

আবেদন প্রক্রিয়া (Apply Process)

SSC MTS 2023 – ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য নিচের স্টেপগুলি ফলো করতে হবে –

- Advertisement -
  • প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in -এ যেতে হবে।
  • এরপর রেজিস্ট্রেশন করতে হবে। যদি আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে হবে না।
  • রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • এরপর অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো –

  • আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড/ ড্রাইভিং লাইসেন্স
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি
  • নিজের পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার

নির্বাচন পদ্ধতি (Selection Process)

আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, বর্ণনামূলক পরীক্ষা এবং ডকুমেন্টস যাচাইকরণ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

SSC MTS and Havaldar Recruitment 2023

আবেদন মূল্য (Application Fees)

আবেদন ফি হিসেবে ১০০/- টাকা দিতে হবে। SC, ST, PwBD, ESM, Women প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এখানে চাকরির জন্য আবেদনের শেষ তারিখ হলো ২১.০৭.২০২৩ অর্থাৎ ২১ জুলাই, ২০২৩ তারিখ।

SSC MTS and Havaldar Recruitment 2023

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
✅ আবেদন করুনApply Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 MORE JOBS UPDATECLICK HERE

🔥 SBI Account KYC Update Online: বাড়িতে বসে KYC নিজেই আপডেট করুন, জেনে নিন সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া

🔥 WB Caste Certificate Apply Online – এখন ঘরে বসেই কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, জেনে নিন সম্পূর্ন পদ্ধতি।

🔥 স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন? নাম গৃহীত হয়েছে কিনা চেক করুন।

🔥 Biswabina Scholarship 2023 – মেধাবীদের জন্য বিশ্ববীণা স্কলারশিপ, আবেদন করলে পাবেন ১৫০০০ টাকা

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment