PAN Aadhaar Link

INB GURU

PAN Aadhaar Link: আজই প্যান আধার লিঙ্ক করে নিন 1000 টাকা ফাইন দিয়ে, নইলে ভবিষ্যতে খুব সমস্যায় পড়তে হবে

PAN Aadhaar Link: বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি নথি হলো আধার কার্ড (Aadhaar Card) এবং প্যান কার্ড (PAN Card)। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নির্দেশ দিয়েছে যে, আগামী ৩০ জুন, ২০২৩ তারিখের মধ্যে সকল ভারতীয় নাগরিকদের নিজে নিজের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক (PAN Aadhaar Link) করতে হবে। যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে লিঙ্ক না করেন তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।

- Advertisement -

Pan Aadhaar Link প্রক্রিয়াটি ভারতের বহু সংখ্যক মানুষের জীবনে অনেক প্রভাব ফেলতে চলেছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ৩১ মে ২০২৩ তারিখ থেকে লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে আগামী ৩০ শে জুন ২০২৩ তারিখ করে দিয়েছে। এর মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এবং এই লিঙ্ক প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য ১০০০ টাকা জরিমানা দিতে হবে।

তাই দেরি না আজই নিজের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিন। যদি লিঙ্ক না করেন তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন নীচে দেওয়া হয়েছে দেখে নিন।

- Advertisement -

PAN Aadhaar Link না করলে কি কি সমস্যায় পড়তে হবে?

১) PAN Aadhaar Link না করলে পরবর্তীতে কোনো ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না অর্থাৎ নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে দরকার হবে প্যান কার্ডের। কিন্তু লিঙ্ক না করলে প্যান কার্ড অকেজো হয়ে যাবে। এই অকেজো প্যান কার্ড কোথাও আর ব্যবহার হবে না।

২) প্যান কার্ড না থাকার কারণে ৫০ হাজার টাকার বেশি নগদ টাকা নিতে পারবেন না।

৩) পোস্ট অফিস কিংবা কোনো ব্যাঙ্কে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না।

৪) প্যান কার্ড না থাকার কারণে ট্যাক্স দিতে হবে দ্বিগুণ।

৫) লোন নিতে বা ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারবেন না।

- Advertisement -

৬) অন্যান্য কোনো সুবিধা নিতে পারবেন না।

৭) ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন না।

তাহলে জেনে নেওয়া যাক কিভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন –

Ration Card Correction: রেশন কার্ডের ভুল তথ্য সংশোধন করুন অনলাইনে। জানুন বিস্তারিত পদ্ধতি।

PAN Aadhaar Link করবেন কিভাবে?

PAN Aadhaar Link করতে হবে অনলাইনের মাধ্যমে। নীচে লিঙ্ক পদ্ধতি দেখে নিন।

১) প্রথমে আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট -এর অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in -এর হোম পেজে যেতে হবে।

২) এরপর Quick Links সেকশনে Link Aadhaar অপশন দেখতে পাবেন, আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে।

৪) সেখানে প্যান কার্ড ও আধার কার্ড নম্বর চাওয়া হবে।

৫) সঠিকভাবে লিখে Validate অপশনে ক্লিক করতে হবে।

৬) এরপর আপনাকে লিঙ্ক করার জন্য ১০০০ টাকা পেমেন্ট করতে হবে।

৭) আপনাকে Pay Confirm অপশনে ক্লিক করতে হবে।

৮) এরপর আপনার প্যান কার্ডের নম্বর লিখে মোবাইল নাম্বার লিখতে হবে।

৯) আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি সঠিকভাবে লিখে সাবমিট করতে হবে।

১০) এরপর নতুন একটি পেজ খুলে আসবে।

১১) এখানে আপনাকে Income Tax অপশন সিলেক্ট করতে হবে।

১২) এরপর অর্থবর্ষ ২০২৩-২০২৪ সিলেক্ট করে পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে।

১৩) এর Payment Gateway অপশন ক্লিক করতে হবে।

১৪) এরপর আপনাকে Continue অপশনে Pay Now অপশনে ক্লিক করতে হবে।

১৫) এরপর পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

১৬) পেমেন্ট করার পর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এ পেমেন্ট ভেরিফাই হতে ৫ থেকে ৭ দিন সময় লাগবে।

১৭) কিছু দিনের মধ্যেই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।

এই নিয়ে আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটি ফলে করতে ভুলবেন না।

Important Links

Official Website – Visit Now

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment