WB Recruitment 2023 : জেলায় শিশু সুরক্ষা দপ্তরে তিন ধরনের পদে কর্মী নিয়োগ, আবেদনের লাস্ট ডেট – ৯ অক্টোবর

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। রাজ্যে মুর্শিদাবাদ জেলায় শিশু সুরক্ষা দপ্তরে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তিন ধরনের পদ রয়েছে, পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇

WB Child Protection Unit Recruitment 2023 এই নিয়োগের বিস্তারিত বিবরণ নীচে আলোচনা করা হলো। প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করে নিজের দায়িত্বে আবেদন করুন।

Advertisement No.920/DCPU/Msd
নিয়োগকারী সংস্থা/ দপ্তরDM Office, MurshidabadDistrict Child Protection Unit
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদন শেষ০৯.১০.২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটmurshidabad.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

WB Child Protection Unit Recruitment 2023

পদের নাম –

এখানে তিন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হলো –

  • Officer-in-charge
  • Counsellor
  • Para Medical Staff (Nurse)

শূন্যপদের সংখ্যা –

এখানে সব মিলিয়ে মোট ৫ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নীচে দেওয়া হলো –

  • Officer-in-charge – ১ টি।
  • Counsellor – ১ টি।
  • Para Medical Staff (Nurse) – ৩ টি।

শিক্ষাগত যোগ্যতা –

[A] Officer-in-charge : এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে Social Work/ Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health/ Community Resource Management বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার কাজের দক্ষতা থাকতে হবে।

[B] Counsellor : এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে Social Work/ Sociology/ Psychology/ Public Health/ Counselling বিষয়ে গ্রাজুয়েট পাশ হতে হবে।

অথবা,

Counselling এবং Communication বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা থাকলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন। 

সঙ্গে কম্পিউটার কাজের দক্ষতা থাকতে হবে।

[C] Para Medical Staff (Nurse) : এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ এবং Nursing/ Pharmacy তে Diploma পাশ হতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা –

উপরের সমস্ত পদগুলির জন্য বয়সসীমা চাওয়া হয়েছে –

Officer-in-charge পদের জন্য :

  • নূন্যতম বয়সসীমা – ২১ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ৪২ বছর।
  • বয়স হিসেব করতে হবে ২৭.০৯.২০২৩ তারিখ অনুযায়ী।

Para Medical Staff (Nurse) ও Counsellor পদের জন্য :

  • নূন্যতম বয়সসীমা – ২১ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ৪০ বছর।
  • বয়স হিসেব করতে হবে ২৭.০৯.২০২৩  তারিখ অনুযায়ী।

উপরের পদগুলিতে আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

বেতন –

এখানে পদে অনুযায়ী বেতনক্রম নীচে দেওয়া হলো –

পদের নামমাসিক বেতন
Officer-in-charge৩৩,১০০/- টাকা
Counsellor২৩,১৭০/- টাকা
Para Medical Staff (Nurse)১২,০০০/- টাকা

আবেদন প্রক্রিয়া (Apply Process)

  • ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ন অফলাইনের মাধ্যমে।
  • আবেদন করার জন্য প্রথমে murshidabad.gov.in ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে (আপনাদের সুবিধার্থে নীচে বিজ্ঞপ্তি ডাউনলোড করার সরাসরি লিঙ্ক দেওয়া হয়েছে)।
  • এরপর বিজ্ঞপ্তির শেষের পাতায় থাকা আবেদন ফর্মটি প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে।
  • পূরণ করা আবেদন ফর্মের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নিচের ঠিকানায় জমা করতে হবে।
  • আবেদনপত্র বাই হ্যান্ড/ বাই পোস্ট এর মাধ্যমে জমা করা যাবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

District Child Protection Unit
Basement Southern part, Room No-1
Office of the District Magistrate
New Administrative Building
Berhampore, Murshidabad
West Bengal, Pin- 742101

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

এখানে আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত নথিপত্রগুলির যুক্ত করে জমা করতে হবে, সেগুলি হলো –

  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাশ সার্টিফিকেট)
  • ঠিকানার প্রমাণপত্র (ভোটার কার্ড/ আধার কার্ড/ রেশন কার্ড)
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কম্পিউটার সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট
  • অভিজ্ঞতার সার্টিফিকেট
  • সেলফ অ্যাটেস্টেট নিজের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি

নির্বাচন পদ্ধতি (Selection Process)

WB Child Protection Unit Recruitment 2023

আবেদন মূল্য (Application Fees)

কোনো আবেদন মূল্য লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

  • এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া গত ২৭ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৯ অক্টোবর, ২০২৩ তারিখ, বিকাল ৫ টা পর্যন্ত।
  • লিখিত পরীক্ষার তারিখ : ১৩ অক্টোবর, ২০২৩

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন ফর্মDownload Form
🌐 অফিসিয়াল ওয়েবসাইটmurshidabad.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।